নবান্ন অভিযানে গুলি চলার হুঁশিয়ারির পর এবার ‘৪ ছাত্রনেতা নিখোঁজ’, দাবি শুভেন্দু অধিকারীর 

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নানা আন্দোলন এখন শুরু হয়েছে রাজ্যজুড়ে। তার প্রেক্ষিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে ছাত্র সমাজ। আজ, মঙ্গলবার তাদের নবান্ন অভিযান রয়েছে। ইতিমধ্যেই চারিদিকে পুলিশের নিরাপত্তার ঘেরাটোপ বসে গিয়েছে। যাতে অশান্তির বাতাবরণ তৈরি না হয়। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোট ৬ হাজার পুলিশকর্মী শহরের রাস্তায় মোতায়েন থাকছে। তবে নবান্ন অভিযানের এই সাজসাজ রবের মধ্যে বাধ সেধেছে নাগাড়ে বৃষ্টি। আর আজ সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ছাত্র সমাজের চারজন নিখোঁজ বলে দাবি করেছেন।নবান্ন অভিযানের দিনেই চারজন ছাত্র নিখোঁজ বলে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তাতেই তেতে উঠেছে নবান্ন অভিযান। তবে এই খবর তিনি কেমন করে জানলেন সেটা অবশ্য স্পষ্ট করেননি। ইতিমধ্যেই ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’–এর ব্যানারে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানকে ‘রক্তক্ষয়ী’ করার চক্রান্তের হদিশ পেয়েছে পুলিশ। অভিযানের নেপথ্যে বিজেপির ছক যে পুলিশকে প্ররোচিত করে গুলি চালাতে বাধ্য করা সেটাও জানতে পেরেছে তারা। এমনকী ‘বডি না পড়লে’ আন্দোলনের ঝাঁঝ বাড়ানো যাবে না-ঘাটালের ২ বিজেপি নেতার কথার ভাইরাল ভিডিয়ো  সামনে এসেছে।

error: Content is protected !!