আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নানা আন্দোলন এখন শুরু হয়েছে রাজ্যজুড়ে। তার প্রেক্ষিতে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছে ছাত্র সমাজ। আজ, মঙ্গলবার তাদের নবান্ন অভিযান রয়েছে। ইতিমধ্যেই চারিদিকে পুলিশের নিরাপত্তার ঘেরাটোপ বসে গিয়েছে। যাতে অশান্তির বাতাবরণ তৈরি না হয়। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য মোট ৬ হাজার পুলিশকর্মী শহরের রাস্তায় মোতায়েন থাকছে। তবে নবান্ন অভিযানের এই সাজসাজ রবের মধ্যে বাধ সেধেছে নাগাড়ে বৃষ্টি। আর আজ সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ছাত্র সমাজের চারজন নিখোঁজ বলে দাবি করেছেন।নবান্ন অভিযানের দিনেই চারজন ছাত্র নিখোঁজ বলে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তাতেই তেতে উঠেছে নবান্ন অভিযান। তবে এই খবর তিনি কেমন করে জানলেন সেটা অবশ্য স্পষ্ট করেননি। ইতিমধ্যেই ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’–এর ব্যানারে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানকে ‘রক্তক্ষয়ী’ করার চক্রান্তের হদিশ পেয়েছে পুলিশ। অভিযানের নেপথ্যে বিজেপির ছক যে পুলিশকে প্ররোচিত করে গুলি চালাতে বাধ্য করা সেটাও জানতে পেরেছে তারা। এমনকী ‘বডি না পড়লে’ আন্দোলনের ঝাঁঝ বাড়ানো যাবে না-ঘাটালের ২ বিজেপি নেতার কথার ভাইরাল ভিডিয়ো সামনে এসেছে।
Related Posts
৪ মাসের ট্রেনিং শেষে চাকরি পেলেন ২৬ পড়ুয়া
৪ মাসের ট্রেনিং শেষে হাতে নিয়োগপত্র। বিভিন্ন নামিদামি বেসরকারি কোম্পানিতে চাকরির সুযোগ পেলেন বাঁশবেড়িয়ার ২৬ জন ছাত্র ছাত্রী। গত ফেব্রুয়ারি মাসে বাঁশবেড়িয়া কলবাজার চওড়া লাইন এলাকার উৎকর্ষ বাংলার মাধ্যমে একটি বেসরকারি প্রাইমারি বিদ্যালয়ে স্কিল ডেভলপমেন্ট ট্রেনিং শুরু হয়। কলকাতার বড়গাছ ফাউন্ডেশন এবং হুগলি রুরাল পুলিশের সহযোগিতায় স্থানীয় কিছু পিছিয়ে পড়া যুবক যুবতীদের কম্পিউটার শিক্ষার পাশাপাশি […]
স্ত্রীর সঙ্গে বিবাদের জের, ৯ মাসের শিশুকে আছড়ে মেরে আত্মঘাতী বাবা
কোলের শিশুকে আছড়ে মেরে আত্মঘাতী বাবা। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। মৃত শিশুর নাম সুজন রুইদাস। বয়স মাত্র ৯ মাস। মৃত ব্যক্তির নাম আবির রুইদাস (৩৫)। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের সগরভাঙার রুইদাস পাড়ায়। জানা গিয়েছে, আবির ও সরমার বছর কয়েক আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই […]
সাত সকালে হাওড়ার পোস্ট অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড
সাত সকালে পোস্ট অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড। তারজেরে পুড়ে ছাই হয়ে গেল পোস্ট অফিসের বহু গুরুত্বপূর্ণ চিঠি ও নথি। খবর পেয়ে দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। প্রায় আধঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। একইসঙ্গে গুরুত্বপূর্ণ চিঠি নষ্ট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ। তারা এই অগ্নিকাণ্ডের […]