জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে সম্প্রতি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ বৃহস্পতিবার কোচবিহারের জনসভা থেকে এই প্রসঙ্গে কোনও কথা বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যা নিয়ে তাঁর সমালোচনা করতে ছাড়েনি রাজ্যের শাসকদল তৃণমূলও ৷ এসবের মধ্যেই আজ জলপাইগুড়িতে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী ৷ তার আগে বাংলায় টুইট করে জলপাইগুড়ির বাসিন্দাদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷ শুধু প্রচারই নয়, শেষ মুহূর্তে কর্মসূচির কোনও বদল না-হলে ধূপগুড়ির সভাস্থলের পিছনে ঝড়ে বিধ্বস্ত দশটি পরিবারের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী । তার আগে টুইটে মোদি লেখেন, ‘‘আজ বিকেলে, আমি জলপাইগুড়ির মানুষদের মধ্যে থাকব একটি সমাবেশে ভাষণ দিতে । ওখানে এর প্রতি অসাধারণ জনসমর্থন রয়েছে । পশ্চিমবঙ্গের মানুষ টিএমসির দুর্নীতি আর কুশাসনে ক্লান্ত । একমাত্র বিজেপি ওঁদের স্বপ্ন পূরণ করতে পারে ।’’ এদিন ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী লাল স্কুল এলাকায় সভাস্থল করা হয়েছে ।
Related Posts
প্রার্থী হয়েও টিকিট ফেরালেন হরিয়ানার বিজেপি নেতা কানওয়ালজিত সিং
বিধানসভা নির্বাচনের আগে হরিয়ানায় বড় ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবিরে টিকিট নিয়ে কোন্দলের মাঝে প্রার্থী হয়েও সরে দাঁড়ালেন বিজেপি নেতা। কুরুক্ষেত্র জেলার পেহওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কানওয়ালজিত সিং টিকিট ফিরিয়ে জানিয়ে দিলেন, তিনি ভোট লড়তে চান না। স্থানীয় নেতৃত্বের অসহযোগিতার কারণেই তিনি ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন বলে জানা গিয়েছে। গতবার এই আসনে জিতেছিলেন […]
বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুলিশের পুরোহিতের পোশাক বিতর্ক, কড়া নিন্দায় অখিলেশ
বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুরোহিতের পোশাক পরে রয়েছে পুলিশ। এবার তা নিয়ে বিতর্ক চরমে। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সরাসরি এই ঘটনার তীব্র নিন্দা করলেন। তিনি বলেন, পুলিশ অফিসারদের এই পোশাক এই জায়গায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। পুলিশের নিয়ম অনুসারে একজন পুলিশ কি পুরোহিতের পোশাক পরতে পারেন, প্রশ্ন তুললেন অখিলেশ। যারা এই নির্দেশ দিয়েছে […]
উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরি হবে ন্যাশনাল সিকিউরিটি গার্ড হাব
উত্তরপ্রদেশের অযোধ্যায় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) একটি হাব তৈরি করা হবে। গত তিন দিনে কাশ্মীরে তিনটি সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে স্পর্শকাতর এলাকার নিরাপত্তার ওপর জোর দেওয়া হচ্ছে। এই ধারাবাহিকতায় সবচেয়ে আলোচিত হয়েছে অযোধ্যা। অযোধ্যার রাম জন্মভূমিতে মন্দির তৈরির পর থেকেই ওই জায়গার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। রাম মন্দিরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী […]