আজ সন্ধে ৭টা নাগাদ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদি। তার আগে সকালে রাজঘাটে গেলেন মোদি। সেখানে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন। ফুল নিবেদন করে প্রণাম জানান। এরপর পৌঁছন সদৈব অটল স্মৃতিসৌধে। সেখানে অটল বিহারী বাজপেয়ীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। মহাত্মা গান্ধী ও অটল বিহারী বাজপেয়ীকে প্রণামের পর ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে যান তিনি। দেশের জন্য মৃত শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তাঁর সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ রাষ্ট্রপতি ভবনে সন্ধে ৭টা ১৫ মিনিটে শপথগ্রহণ করবেন মোদি। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অনুষ্ঠানে হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ একাধিক রাষ্ট্রনেতা। মোদির সঙ্গে প্রায় ৩০ জন মন্ত্রী পদে শপথ নিতে পারেন বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লি।
Related Posts
সূত্রঃ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, সেপ্টেম্বরে ফের বাড়ছে ৩% ডিএ!
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আগামী মাসে ফের বাড়বে মহার্ঘ্য ভাতা বা ডিএ। ফলে আর ৩ শতাংশ বৃদ্ধি পেতে পারে তাঁদের বেতন। সম্প্রতি সূত্র মারফৎ মিলেছে এই খবর। চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষবার মহার্ঘ্য ভাতা বাড়িয়েছিল নরেন্দ্র মোদী সরকার। উল্লেখ্য, সেপ্টেম্বরে ডিএ বৃদ্ধি পেতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে ৫৩ শতাংশ। ২০২০-তে কোভিড অতিমারী […]
জম্মু-কাশ্মীরে আসন সমঝোতা চূড়ান্ত, কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স এক সাথেই লড়বে
এবার কাশ্মীর নির্বাচনে আসন নিয়ে কাটল জোটের জট। শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠকের পর ন্যাশানাল কনফারেন্স আর কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়ে গেল। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার সময়সীমা শেষের মুখে ফারুখ এবং ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে করেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এবং সলমন খুরশিদ। অবশেষে সেই বৈঠকে দু’পক্ষ এক মেরুতে এল। কটি করে আসনে […]
মহারাষ্ট্রের রত্নগিরিতে নার্সিং ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করল পুলিশ
রত্নগিরিতে ১৯ বছর বয়সী নার্সিং ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করল মহারাষ্ট্র পুলিশ। তবে ধৃতদের পরিচয় জানানো হয়নি। জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যেই নির্যাতিতার জবানবন্দী রেকর্ড করেছে পুলিশ। এদিকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। জানা গিয়েছে, দেবরুখ থেকে অটোয় ফিরছিলেন তরুণী। অভিযোগ, সেই সময় জলে মাদক মিশিয়ে তাঁকে দেন অটোচালক। তা […]