ঘূর্নিঝড় ক্যাথলিনের জেরে ব্রিটেনে ১৪০টির বেশি ফ্লাইট বাতিল 

ঘূর্নিঝড় ক্যাথলিনের প্রভাবে ব্রিটেনে বহু বিমান বাতিল। বিপাকে পড়েছেন যাত্রীরা। অন্ততপক্ষে ১৪০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এডিনবরা, বেলফাস্ট, ম্যাঞ্চেস্টার, বার্মিংহামের মতো বিমানবন্দরে আটকে পড়েন বহু মানুষ। আবহাওয়া দপ্তর উত্তর-পশ্চিম এবং দক্ষিন-পশ্চিম ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের জন্য হলুদ সতর্কতা জারি করায় উড়ান বাতিল করা হয়। প্রভাব পড়েছে রেল ও ফেরি পরিষেবাতেও। ঝড়ের কারণে দেশ জুড়ে তাপমাত্রাও বেড়েছে বেশ কিছুটা। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ইংল্যান্ড জুড়ে বিভিন্ন এলাকায় ১১৩টি বন্যা সতর্কতা জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!