শেষ দফা ভোটের আগে প্রচারে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবার একদিকে প্রধানমন্ত্রীর যেমন জোড়া সভা রয়েছে পাশাপাশি কলকাতায় রোড শোও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুপুর আড়াইটেয় বারাসত লোকসভা কেন্দ্রের অশোকনগরে প্রথম সভা মোদির। এরপর যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুরে দ্বিতীয় জনসভা করবেন নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবারের তিনটি রাজনৈতিক কর্মসূচির মধ্যে একেবারে শেষে কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ছ’টায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করবেন মোদি। সপ্তম দফা লোকসভা নির্বাচনের আগে আজ প্রধানমন্ত্রীর বঙ্গের তিন কর্মসূচিকে সামনে রেখে প্রস্তুতি চলছে জোর কদমে। সোমবার রাতে ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর রোড শো-র যাত্রাপথ সরেজমিনে খতিয়ে দেখেন। আর আজ বঙ্গে জোড়া সভা থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন? সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। প্রসঙ্গত, আজ কলকাতায় প্রধানমন্ত্রী রোড শো করার আগে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে প্রথমে নেতাজি মূর্তিতে মাল্যদান এবং রোড শো শেষ করে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে স্বামীজীর মূর্তিতে মাল্যদানও করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে খবর।
Related Posts
ছাত্রসমাজের নেতা সায়ন লাহিড়ীকে মুক্তি দিল আদালত, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে রাজ্য
কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই আজ জেল থেকে মুক্তি পেলেন ছাত্র সমাজ নেতা সায়ন লাহিড়ি৷ এ দিন ব্যাঙ্কশাল আদালত থেকে জামিন পান সায়ন৷ যদিও ছাত্র সমাজের নেতা সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে এ দিনই সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার৷ নবান্ন অভিযানে অশান্তির পরের দিন গত ২৮ অগাস্ট সায়ন লাহিড়িকে গ্রেফতার করে পুলিশ৷ ষড়যন্ত্র সহ একাধিক […]
পড়ুয়াদের বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস, স্লোগান উঠল শেম শেম
প্রথমে রাজভবনের মহিলাকর্মীর ‘শ্লীলতাহানি’, তারপর নৃত্যশিল্লীকে ‘ধর্ষণ’! কলকাতায় এবার পড়ুয়াদের বিক্ষোভের মুখে রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্লোগান উঠল, ‘সেম,সেম’। আরও অস্বস্তিতে রাজ্য়পাল। শ্লীলতাহানি’ কাণ্ডের মধ্যেই সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ‘ধর্ষণে’র রিপোর্ট জমা পড়েছে নবান্নে। লালবাজার সূত্রে খবর, যিনি অভিযোগ করেছেন, তিনি নৃত্যশিল্পী। স্বামী বিদেশে থাকেন। ওই মহিলার দাবি, বিদেশমন্ত্রকের এক অফিসারের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার […]