শেষ দফার নিবার্চনের আগে কলকাতায় প্রথম রোড শো করলেন প্রধানমন্ত্রী 

শেষ দফার নিবার্চনের আগে কলকাতায় প্রথম রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক ঝলক প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঘণ্টা তিনেক ধরে রাস্তার পাশে ভিড় জমিয়েছিল উৎসুক জনতা। প্রধানমন্ত্রী এলেন ৭.১০ মিনিটে। শুরু হল রোড শো। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হয়ে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে মোদির রোড শো শেষ হয় এদিন। প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় উপচে পড়েছিল গোটা বিধান সরণী জুড়ে। তার আগে বাগবাজারে সারদা দেবীর বাড়িতে যান তিনি। সন্ন্যাসীদের সঙ্গে দেখা করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে জিপে উঠে রোড শো শুরু হয়। মোদির সঙ্গে জিপে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং  কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়, দমদম লোকসভার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধান সরণী জুড়ে ছড়িয়ে রাখা হয়েছিল ফুল। তার মধ্যে দিয়েই এগিয়ে চলে প্রধানমন্ত্রীর জিপ। জিপ থেকেই রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশ্যে হাত নাড়েন প্রধানমন্ত্রী। রোড শো শেষ হয় স্বামী বিবেকানন্দের বাড়ির কাছে এসে। স্বামী বিবেকানন্দের বাড়ি ঘুরে রাজভবনে চলে যান প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাতটা সেখানেই কাটিয়ে বুধবার ফের কলকাতায় প্রচার রয়েছে মোদির।

error: Content is protected !!