প্যারিস অলিম্পিকের পালা শেষ। ভারতের ঝুলিতে এসেছে ৬টি পদক। অ্যাথলিটদের থেকে আরও বেশি মেডেল আশা করেছিল দেশবাসী। তবুও বিদেশের মাটিতে দেশের হয়ে লড়াই করেছেন তাঁরা। অলিম্পিক থেকে পদক না পেলেও সবাই যে চ্যাম্পিয়ন, সে কথা জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭৮তম স্বাধীনতা দিবসে যে তিনি প্যারিস থেকে ফেরা সব অ্যাথলিটদের সঙ্গে দেখা করবেন, তা আগেই ঘোষণা করা হয়েছিল। লালকেল্লায় সেই অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। জোড়া ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়া মনু ভাকের থেকে হকি দল ছিল সেখানে। এছাড়াও পদকজয়ী সরবজ্যোত সিং, স্বপ্নীল কুসলে ও আমন শেরাওয়াত ছিলেন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। সকলের সঙ্গেই কথা বলেন প্রধানমন্ত্রী। তার পরই সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, “প্যারিস অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা প্রতিযোগীদের সঙ্গে কথাবার্তা বলাটা বিশেষ মুহূর্ত। তাঁদের খেলার অভিজ্ঞতা শুনলাম। সবার যোগদানই প্রশংসাযোগ্য। যাঁরা প্যারিসে অংশগ্রহণ করেছে, তারা সবাই চ্যাম্পিয়ন। ভারত সরকার তাঁদের সমর্থন জুগিয়ে যাবে এবং সেরা মানের পরিকাঠামো নির্মাণ করবে, এই আশা দিচ্ছে।”
Related Posts
বিনেশের হাতে এখনই উঠছে না রুপোর পদক, পিছিয়ে গেল রায়দান
মঙ্গলবার সন্ধে পর্যন্ত টানটান উত্তেজনা বিনেশ ফোগতের রায় নিয়ে। ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অফ অ্যারবিট্রেশন বা সিএএস-এর রায় নিয়েই ছিল যত আলোচনা, যত উত্তেজনা। কিন্তু সেই অপেক্ষা আরও বাড়ল দেশবাসীর। ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অফ অ্যারবিট্রেশন বা সিএএস-এর রায় নিয়েই ছিল যত আলোচনা, যত উত্তেজনা। কিন্তু সেই অপেক্ষা আরও বাড়ল দেশবাসীর।
‘কঠোর পরিশ্রম ও নিষ্ঠার জন্যেই সাফল্য’, মানুকে শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন শুটার মানু ভাকের। গোটা দেশ তাঁকে নিয়ে উচ্ছ্বসিত। পদক জয়ী মানুকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদক জয়ের খবর আসতেই নিজের এক্স হ্যান্ডেলে একটি বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, ‘প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জয়ে মানু ভাকেরেকে আমার অভিনন্দন। কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্যেই ভারতের প্রথম মহিলা শুটার হিসাবে […]
ঘরের মাঠে চেন্নাইকে হারালো পঞ্জাব
চেন্নাইয়ের মাটিতে সহজ জয় তুলে নিল পঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারাল পঞ্জাব। চেন্নাইয়ের ৭ উইকেটে ১৬২ রানের জবাবে পঞ্জাব ১৭.৫ ওভারে তুলল ৩ উইকেটে ১৬৩ রান। পর পর দু’ম্যাচ জিতে আইপিএলের প্লেঅফের দৌড়ে চলে এল পঞ্জাবও। ১০ ম্যাচে ৮ পয়েন্ট হল পঞ্জাবের। টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক সাম কারেন। […]