প্রতিবাদ কর্মসূচি হিংসাত্মক চেহারা নিল ছত্তিশগড়ের বালোদাবাজারে ৷ ওই প্রতিবাদ কর্মসূচি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের তরফে করা হচ্ছিল ৷ অভিযোগ, সেখান থেকেই বিক্ষুব্ধ জনতা জেলাশাসক ও পুলিশের অফিসে আগুন ধরিয়ে দেয় ৷ সেখানে থাকা প্রায় দু’শো গাড়ি ভাঙচুর করা হয় এবং সেগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয় । ক্ষিপ্ত জনতার পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষও হয় । এই ঘটনায় আহত হয়েছেন অনেকে । পুলিশ ও প্রশাসনের তরফে জানা গিয়েছে, ছত্তিশগড়ের গিরুদপুরীতে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় স্থানের ক্ষতির বিরুদ্ধে হাজার হাজার মানুষ বহু দিন ধরে স্থানীয় দশেরা মাঠে বিক্ষোভ করছেন । তাঁদের অভিযোগ, সেখানে অমর গুহায় অবস্থিত মাহকোনি মন্দির চত্বরে দুষ্কৃতীরা অসামাজিক কাজকর্ম করে ৷ যদিও পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে ৷ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা করেছেন । তার পরও বিক্ষোভকারীরা এই নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছেন ৷ সেই কারণেই বেশ কিছুদিন ধরে তাঁরা অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ৷সেই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার তাঁদের জেলাশাসক ও জেলা পঞ্চায়েত অফিস ঘেরাও করতে যান ৷ সেই সময়ই এই গোলমাল বাঁধে ৷ জেলাশাসকের কার্যালয় চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও ব্যারিকেড থাকা সত্ত্বেও পুলিশ বিক্ষোভকারীদের থামাতে ব্যর্থ হয়েছে ।এই ঘটনার পর থেকে বালোদাবাজারের পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে ৷ সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ নতুন করে যাতে সংঘর্ষ বা বিক্ষোভ না হয়, সেই দিকে নজর রয়েছে পুলিশ ও প্রশাসনের ৷ পাশাপাশি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করা হয় পুলিশের তরফে ৷ তবে সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে কি না, সেই বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানা যায়নি৷
Related Posts
তেলেঙ্গানায় স্কুলের হস্টেলে খাবারের মধ্যে টিকটিকি, অসুস্থ ৩৫
হস্টেলের ব্রেকফাস্টে টিকটিকি! সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৩৫ জন পড়ুয়া। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়াল তেলেঙ্গানায়। ইতিমধ্যেই রাঁধুনি ও তাঁর সহকারীকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে হস্টেলের কেয়ারটেকার ও স্পেশাল অফিসারকে শো কজ করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের মেদক জেলার টি জি মডেল স্কুলের হস্টেলে এই ঘটনা ঘটেছে। পড়ুয়ারা সকালের খাবার খাওয়ার পরই আচমকা […]
প্রবল বর্ষণে বিপর্যস্ত গুজরাত, মৃত ৮, জারি সর্তকতা
প্রবল বর্ষণে জলমগ্ন গুজরাত। মৃতের সংখ্যা বেড়ে ৮। বুধবার প্রবল বর্ষণের মধ্যে গুজরাতের বিশাল অংশে বেশ কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং প্লাবিত নদী এবং উপচে পড়া বাঁধের পরে ৮২৬ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন। সকাল থেকে ভাদোদরা, সুরাট, ভারুচ এবং আনন্দের মতো দক্ষিণ এবং গুজরাতের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা […]
ঝাড়খণ্ডে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু
মধ্যরাতে ঝাড়খণ্ডের গিরিডি জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে একটি নির্মীয়মাণ সেতুর গার্ডার ভেঙে পড়ল। এর জেরে নির্মীয়মাণ সেতুর একটি পিলার কাত হয়ে যায়। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে দেওরি ব্লকে আরগা নদীর উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই সেতু ভেঙে পড়ার দুর্ঘটনা প্রসঙ্গে […]