ইন্ডিয়া জোট জিতলে কি রাহুল গান্ধীই প্রধানমন্ত্রী? প্রসঙ্গটা উস্কে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমার রাহুল গান্ধীকেই পছন্দ। তিনি যুব সমাজের প্রতিনিধি এবং গোটা দেশকেই তিনি হাতের তালুর মতো চেনেন।’ দেশে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট গঠিত হওয়ার পর তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, জোটের মুখ হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর পছন্দ মল্লিকার্জুন খাড়্গে। যা সমর্থন করেছিলেন জোটের অন্যতম শরিক আম আদমি দলের প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও খাড়্গে নিজে এবিষয়ে বলেছিলেন, জেতার পর গণতান্ত্রিক পদ্ধতিতে সাংসদরা প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। খাড়্গের আজকের এই ঘোষিত ‘পছন্দ’কে এই মুহূর্তে তৃণমূল গুরুত্ব দিতে রাজি নয়। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘ওঁদের দলের নেতা ওঁদের দলের কথা বলেছেন। এগুলোকে আমরা গুরুত্বই দিচ্ছি না। আমরা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত আছি।’ রাজ্য সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের মতে এই সিদ্ধান্তটা এই মুহূর্তে ঠিক করার মতো বিষয় নয়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচন করে কেউ ভোটে লড়ে না। ভোটের পর ফলাফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠরা তাঁদের নেতা নির্বাচন করেন। ফলে এই কাজটা নির্বাচনের ফল বেরনোর পর করার পক্ষপাতী আমরা।’
Related Posts
বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় যুবকের যৌনাঙ্গ ছুরি দিয়ে কেটে দিল প্রেমিকা
বিয়েতে রাজী না হওয়ায় প্রেমিকের যৌনাঙ্গ কেটে দিল প্রেমিকা। ঘটনাটি ঘটেছে বিহারের সরণ জেলায়। জানা গিয়েছে বেশ কয়েক বছর ধরেই উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরপর প্রেমিকা অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে প্রেমিককে সে বিবাহে জোর দেয়। তবে প্রেমিক বিয়ে করতে অস্বীকার করে। এরপরই প্রেমিকের যৌনাঙ্গ কেটে টয়লেটে ফ্ল্যাশ করে দেয় প্রেমিকা। ঘটনার পর পুলিশ অভিযুক্ত প্রেমিকাকে […]
মদ্যপান নিয়ে নিত্যদিন অশান্তি, মত্ত অবস্থায় স্ত্রী, ২ সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল যুবক
ঝাড়খন্ডঃ মদ্যপান নিয়ে নিত্যদিন অশান্তি। মত্ত অবস্থায় স্ত্রী, দুই সন্তানকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল যুবক। মঙ্গলবার ঘাতক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার গভীর রাতে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার লুদ্রাবাসা গ্রামে। রাতে মত্ত অবস্থায় বাড়ি ফিরেছিল গুরুচরণ পাড়িয়া। মদ্যপান নিয়ে ফের স্ত্রীর সঙ্গে তুমুল অশান্তি হয়। সেই সময় সামনে এক ও পাঁচ […]
সরকার গড়ছে না ইন্ডিয়া! জোটের বৈঠক শেষে আপাতত বিরোধী হিসাবেই ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা কংগ্রেস সভাপতির
সরকার গঠন নয়। আপাতত বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট। বুধবার দু ঘণ্টার বৈঠক শেষে এমনটাই ইঙ্গিত দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে তিনি সাফ জানিয়ে দিলেন, ফ্যাসিবাদী বিজেপিকে সরকারে দেখতে চায় না দেশবাসী। তাই আগামী দিনে যখন যেমন প্রয়োজন তখন সেরকম পদক্ষেপ করবে ইন্ডিয়া জোট। উল্লেখ্য, মোট ৩৩ নেতাকে নিয়ে এদিন নিজের বাসভবনে […]