ভোর থেকেই জেলায় জেলায় বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন ৷ বৃহস্পতিবার সকালে হুগলি স্টেশনে ব্যান্ডেল-হাওড়া লোকাল অবরোধ করল বিজেপি কর্মী-সমর্থকরা ৷ রেল লাইনে বসে পড়ে হুগলি জেলা বিজেপি কর্মীরা ৷ কোনও কোনও বিজেপি কর্মী আবার রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ বেশ কিছুক্ষণ পর পুলিশ ওই বিজেপি কর্মীদের সরিয়ে নিয়ে যায় ৷ শুরু হয় রেল চলাচল ৷ তবে এখন পুরোপুরি স্বাভাবিক রেল চলাচল ৷ হুগলি ছাড়া উত্তরপাড়া ও হিন্দমোটর স্টেশনের মাঝখানে কলাপাতা ফেলে রেল রোকো করে বিজেপি ৷ হিন্দমোটর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে ৷ বনধের সমর্থনে জনগণকে আজ রাস্তায় না বেরনোর আবেদন জানিয়েছে বিজেপি ৷ রেল অবরোধ হয়েছে কোন্নগর স্টেশনে ৷ বিজেপি কর্মী সমর্থকরা অবরোধে নামে।দফায় দফায় এই রেল অবরোধ করা হয় হুগলির বিভিন্ন জায়গায় ৷ বনধের প্রভাব পড়ল উত্তরপাড়া পুরসভার হিন্দমোটর মালিরবাগান এলাকায় একটি বেসরকারি স্কুলে । বিজেপি কর্মীরা স্কুলের ভিতর ঢুকে ঝান্ডা লাগিয়ে স্কুল বন্ধ করার দাবি জানায় ৷ সকালে পড়ুয়ারা স্কুলে এলে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ৷ এভাবে স্কুল বন্ধ করাকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় ৷ অভিভাবকের অভিযোগ, এদিন একাধিক শ্রেণির পরীক্ষা রয়েছে ৷ এই পরিস্থিতিতে এভাবে স্কুল বন্ধ করে দিলে, পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি হবে ৷ ভবিষ্যৎ নষ্ট হবে ৷ এদিকে স্কুলে শিশুরা থাকাকালীন সেই অবস্থায় জোর করে স্কুলের মধ্যে ঢুকে ঝান্ডা লাগিয়ে দেওয়ার দৃশ্য দেখে শিশুরা ভয় পেয়ে যায় ৷ তারা চ্যাঁচামেচি করতে থাকে ৷ লঞ্চ পরিষেবা সকাল থেকে স্বাভাবিক রয়েছে ৷ চুঁচুড়া-নৈহাটি লঞ্চ চলছে অন্যান্য দিনের মতো ৷ রয়েছে পুলিশি পাহারা ৷ নির্বিঘ্নেই পারাপার করছেন যাত্রীরা ৷
Related Posts
‘দফায় দফায় বিক্ষোভের মুখে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায়’, উঠল চোর চোর স্লোগান, পালটা বিক্ষোভকারীদের হাড় ভাঙার হুঁশিয়ারি
ষষ্ঠ দফার ভোটে দফায় দফায় বিক্ষোভের মুখে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেজাজ হারালেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। “আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে”, বিক্ষোভকারীদের পালটা হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শনিবার সাতসকালে অভিযোগ ওঠে হলদিয়ার দিঘাসিপুর গ্রামের মাদ্রাসা ও ঘাসিপুর বোর্ড প্রাইমারি স্কুলে গেরুয়া শিবিরের বুথ এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। সেই অভিযোগ পাওয়ামাত্রই সশরীরে বুথে […]
‘বিজেপির হয়ে ভোট করাচ্ছে বিএসএফ’, অভিযোগ তৃণমূল প্রার্থী শতাব্দীর রায়ের
বিএসএফ বিজেপির হয়ে ভোট করাচ্ছে বলে অভিযোগ করলেন বীরভূম লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় ৷ সোমবার বীরভূমের পাইকরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি । শতাব্দী আরও জানান, এই নিয়ে নির্বাচন কমিশন-সহ বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন তিনি । এ দিন লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ […]
দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত
দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির সহকারি চালক এখনও জীবিত আছেন। বর্তমানে শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মনু কুমার। হাসপাতাল সূত্রে খবর, মনু মাথায় গুরুতর চোট পেয়েছেন। তাঁর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তবে কথা বলার অবস্থায় আপাতত নেই। রেল সূত্রে খবর, মনু খানিকটা সুস্থ হলে তাঁর বয়ান রেকর্ড করা হবে। উল্লেখ্য, সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে মালগাড়িটি ধাক্কা মেরেছিল […]