বিশিষ্ট মালয়ালম অভিনেতা তথা সিপিআই(এম) বিধায়ক এম মুকেশের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা নথিভুক্ত করা হয়েছে। একজন অভিনেত্রীকে কয়েক বছর আগে যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে কোচি শহরের মারাদু থানায় আইপিসি ৩৭৬ (ধর্ষণ) এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে, একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, নতুন ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার আগে অপরাধটি ঘটেছে বলে অভিযোগটি আইপিসির অধীনে নথিভুক্ত করা হয়েছিল। বিচারপতি কে হেমা কমিটির রিপোর্টে প্রকাশের পরিপ্রেক্ষিতে বিভিন্ন পরিচালক এবং অভিনেতাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পরে হাই প্রোফাইল মালয়ালম চলচ্চিত্র ব্যক্তিত্বের বিরুদ্ধে এটি তৃতীয় এফআইআর।বুধবার তিরুবনন্তপুরম যাদুঘর পুলিশ আট বছর আগে একটি হোটেলে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে অভিনেতা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছিল। আইপিসি ধারা ৩৫৪ (তার শালীনতাকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে মহিলার উপর হামলা বা অপরাধমূলক বল) এর অধীনে প্রথম মামলাটি ২০০৯ সালে ঘটে যাওয়া একটি ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গের একজন মহিলা অভিনেতার অভিযোগের ভিত্তিতে পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে ছিল। তিনি অভিযোগ করেছিলেন যে পরিচালক তাকে পালেরি মানিক্যম চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানানোর পরে যৌন অভিপ্রায়ে তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিলেন। অভিনেতার অভিযোগের পরে, রঞ্জিত রাজ্য পরিচালিত কেরালা চলচ্চিত্র একাডেমির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। সিদ্দিক তার বিরুদ্ধে অভিযোগের পর অ্যাসোসিয়েশন অফ মালায়লাম মুভি আর্টিস্টস (এএমএএমএ) এর সাধারণ সম্পাদক পদ থেকেও পদত্যাগ করেছিলেন। ২০১৭ সালের অভিনেত্রী লাঞ্ছিত মামলার পরে কেরালা সরকার বিচারপতি হেমা কমিটি গঠন করেছিল এবং এর রিপোর্টে মালায়ালাম সিনেমা শিল্পে নারীদের হয়রানি ও শোষণের ঘটনা প্রকাশ করা হয়েছিল। বেশ কয়েকজন অভিনেতা এবং পরিচালকের বিরুদ্ধে যৌন নির্যাতন, হয়রানি ও শোষণের অভিযোগের মধ্যে, রাজ্য সরকার ২৫ আগস্ট তাদের তদন্তের জন্য সাত সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠনের ঘোষণা করেছিল।
Related Posts
৩০টাকা দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের
দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ প্রতি সিলিন্ডারে দাম কমানো হল ৩০ টাকা করে ৷ তেল বিপণন সংস্থাগুলি দাম কমিয়েছে শুধু বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ ১৯কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩০ টাকা করে কমানো হয়েছে ৷ এর ফলে সিলিন্ডার পিছু দাম নতুন দাম হল ১৬৪৬ টাকা ৷ তবে এই দর নয়াদিল্লির ৷ কলকাতায় […]
শ্রীনগরের ঝিলম নদীতে নৌকাডুবি, মৃত ৪
শ্রীনগরে ঝিলম নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। আহত ৩ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঝিলমের জলে এখনও নিখোঁজ আরও অনেকে। মঙ্গলবার সকালে শ্রীনগরের ঝিলম নদীতে বেশ কয়েক জন যাত্রী নিয়ে একটি নৌকা সওয়ার হয়েছিল। তবে মাঝনদীতে গিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই নৌকাটি। ওই নৌকাতে ছিল ১০ থেকে […]
মাত্র ৮ মাস পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল প্রধানমন্ত্রী মোদি উদ্বোধন করা ৩৬০০ কোটির শিবাজির মূর্তি
সোমবার মহারাষ্ট্র-এ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৩৬০০ কোটির ছত্রপতি শিবাজী মহারাজের সুবিশাল মূর্তি । ঘটনায় ইতিমধ্যেই ঠিকাদার জয়দীপ আপ্তে এবং পরামর্শদাতা চেতন পাতিলের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ষড়যন্ত্র, দুর্নীতি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। গত বছর ৪ ডিসেম্বর সেনা দিবস উপলক্ষে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় রাজকোট ফোর্টের সামনে ছত্রপতি শিবাজী […]