রেপো রেট নিয়ে ফের বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া। আম জনতাকে স্বস্তি দিয়ে রেটো রেট একই রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া । শুক্রবার মুদ্রাস্ফীতির কমিটি বৈঠকে বসেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। রেপো রেটের হার কমবে নাকি বাড়বে তা নিয়ে টানাপড়েন চলছিল জনগণের মনে। তবে জনতাকে স্বস্তি দিয়ে রেপো রেট ৬.৫ শতাংশে স্থির রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এই নিয়ে টানা অষ্টম বার রেপো রেট স্থির রাখল আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, ৪:২ অনুপাতে সদস্যরা রেপো রেট স্থির রাখার সিদ্ধান্তেই মতপ্রকাশ করেছেন। কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট স্থির রাখার ফলে গাড়ি, বাড়ির ইএমআই-এর হার অপরিবর্তনশীল রয়েছে। রেপো রেট বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই ইএমআই-এর হার বৃদ্ধি পেত, যা আম জনতার পটেকে টান ফেলত।
Related Posts
ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে বাড়ি বানিয়ে দেবে কংগ্রেস, ঘোষণা রাহুল গান্ধীর
কেরলের ওয়েনাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১০০-র বেশি পরিবারকে নতুন বাড়ি বানিয়ে দেবে কংগ্রেস। শুক্রবার এই ঘোষণা করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, ‘‘কেরল কখনও এত বড় বিপর্যয় দেখেনি। তিনটি বড় ভূমিধসের ঘটনায় ২৭৫ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। বহু মানুষ গৃহহারা হয়েছেন।’’ ভূমিধসের কারণে সহায়-সম্বলহীন হয়ে পড়া পরিবারগুলির সঙ্গে দেখা […]
চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার দুজনেই লোকসভা স্পিকার পদের দাবিদার!
চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডিইউ- উভয়েই লোকসভা স্পিকার পদের দাবিদার! তাঁরা দুজনেই নাকি এনডিএ-র কাছে এই আর্জিই জানিয়েছেন! লোকসভা ভোটের ফল বেরোতে না বেরোতেই বোঝা গিয়েছিল, একক সংখ্যাগরিষ্ঠতা না-পাওয়া বিজেপি তথা এনডিএ এখন শরিকদের নানা দাবি-দাওয়ার মুখে পড়তে চলেছে। সেকথাই ক্রমে সত্য প্রমাণিত হতে চলেছে। গতকালই বোঝা গিয়েছিল, নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর […]
ধর্ষণে অন্তঃসত্ত্বা নাবালিকা, ৩০ সপ্তাহে গর্ভপাতের অনুমতি সুপ্রিমকোর্টের
যৌন নির্যাতনের ফলে অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাতের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ ১৪ বছরের নাবালিকা প্রায় ৩০ সপ্তাহের অন্তঃসত্ত্বা ৷ গত ১৯ এপ্রিল তাঁর শারীরিক পরিক্ষার জন্য মুম্বইয়েরন সিওন হাসপাতালের কর্তৃপক্ষকে একটি মেডিক্যাল টিম তৈরির নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত ৷ সোমবার সেই পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর গর্ভপাতের নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত ৷শীর্ষ আদালতের প্রধান […]