রেপো রেট ৬.৫ শতাংশে স্থির রাখল আরবিআই

রেপো রেট নিয়ে ফের বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া। আম জনতাকে স্বস্তি দিয়ে রেটো রেট একই রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া । শুক্রবার মুদ্রাস্ফীতির কমিটি বৈঠকে বসেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। রেপো রেটের হার কমবে নাকি বাড়বে তা নিয়ে টানাপড়েন চলছিল জনগণের মনে। তবে জনতাকে স্বস্তি দিয়ে রেপো রেট ৬.৫ শতাংশে স্থির রাখার সিদ্ধান্ত ঘোষণা করেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। এই নিয়ে টানা অষ্টম বার রেপো রেট স্থির রাখল আরবিআই। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর জানান, ৪:২ অনুপাতে সদস্যরা রেপো রেট স্থির রাখার সিদ্ধান্তেই মতপ্রকাশ করেছেন। কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট স্থির রাখার ফলে গাড়ি, বাড়ির ইএমআই-এর হার অপরিবর্তনশীল রয়েছে। রেপো রেট বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই ইএমআই-এর হার বৃদ্ধি পেত, যা আম জনতার পটেকে টান ফেলত।

error: Content is protected !!