ফের ভোট হবে মণিপুরে ৷ ১৯ এপ্রিল মণিপুরের কয়েকটি বুথে অশান্তির ঘটনা ঘটে ৷ এমনকী গুলি চালানো হয় ৷ তাতে ভোটাররা ভয় পেয়ে পালিয়ে যান ৷ আবার রিগিং করা, ইভিএম মেশিন ভাঙচুর করা হয় ৷ এরপর শনিবার মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ঘোষণা করেছেন, ২২ এপ্রিল, আগামিকাল ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের ১১টি বুথে পুনর্নির্বাচন হবে ৷ তবে নির্বাচন কমিশন প্রথম দফায় মণিপুরের ভোটগ্রহণ বাতিল করেছে৷ এরপর পুনর্নির্বাচনের দিন ঘোষণা হল ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোটের দিন খুরাই বিধানসভার অন্তর্গত মৈরাংকাম্পু সাজিব এবং থংগাম লেইকাই বুথে, খেত্রিগাওয়ের 4টি বুথে এবং থংজুর একটি বুথে অশান্তির ঘটনা ঘটে৷ এই এলাকাগুলি পূর্ব ইম্ফল জেলার অন্তর্গত ৷ এছাড়া পশ্চিম ইম্ফল জেলার উরিপকে ৩টি বুথে এবং কোনথৌজ্যামের একটি বুথে ঝামেলা হয় ৷ ১৯ এপ্রিল দেশজুড়ে 102টি আসনে ভোট হয় ৷ এদিন মণিপুরের ইনার মণিপুর এবং আউটার মণিপুরেও ভোট ছিল ৷
Related Posts
অভিযুক্তকে গ্রেপ্তার করতে ঋষিকেশের AIIMS-এর জরুরি ওয়ার্ডে প্রবেশ করল পুলিশের গাড়ি
একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে পুলিশ সদস্যরা তাদের গাড়ি সহ অভিযুক্তকে গ্রেপ্তার করতে মঙ্গলবার AIIMS ঋষিকেশের জরুরি ওয়ার্ডে প্রবেশ করেছে। আসলে, এক মহিলা চিকিৎসক পুলিশের কাছে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন, তারপরেই অভিযুক্ত নার্সকে গ্রেপ্তার করতে চেয়েছিল পুলিশ। এই 26-সেকেন্ডের ক্লিপটিতে, একটি অ্যাকশন মুভির মতো, একটি পুলিশের গাড়িকে ভিড় জরুরী ওয়ার্ডের মধ্য দিয়ে যেতে দেখা যায়, রোগীদের […]
মণিপুরে টহলদারির সময় দুষ্কৃতী হামলা, শহিদ এক জওয়ান
ফের রক্ত ঝরল মণিপুরে। রাজ্য পুলিশের সঙ্গে যৌথ টহলদারির সময় প্রাণ গেল এক সিআরপিএফ জওয়ানের। অসমের সীমান্তবর্তী জেলায় পুলিশকর্মী ও CRPF জওয়ানরা যৌথ ভাবে টহল দিচ্ছিলেন। সেই সময় অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, মণিপুরের জিরিরামে সশস্ত্র দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায়। ওই এলাকায় যৌথভাবে টহল দিচ্ছিলেন মণিপুর ও সিআরপিএফ জওয়ানরা। […]
বিহারে মুসলিম-কুশওয়াহা-যাদব জোট, বার্তা তেজস্বী যাদবের
দীর্ঘদিন ধরে বিহারে যাদব বনাম কুশওয়াহার লড়াই ছিল। সাধারণভাবে লালুপ্রসাদের দল আরজেডি কুশওয়াহাদের সমর্থন পেত না। এবার বিহার বিধানসভা নির্বাচনের আগে তেজস্বী যাদবের নতুন অঙ্ক। এমওয়াইকের জোট তৈরি করতে চায়। অর্থাৎ মুসলিম, যাদব ও কুশওয়াহার কথা বলছেন তিনি। যাদব ও কুশওয়াহার মধ্যে লড়াই আর হবে না। আরজেডির মধ্যে ভাবনার পরিবর্তন। এর আগে দেখা যায় গত […]