প্রথমে ছাত্রসমাজের নামে বুড়ো ছাত্রদের নিয়ে নবান্ন অভিযান, তারপরে রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধের নামে তাণ্ডব৷ বঙ্গ বিজেপি আরজি কর ইস্যুকে একের পর এক ইস্যু দিয়ে জিইয়ে রাখতে চাইছে ৷ শ্যামবাজারের পরে আজ থেকে সপ্তাহব্যাপী ধর্মতলায় ধরনা অবস্থান কর্মসূচি বঙ্গ বিজেপির। প্রসঙ্গত, আরজি কর ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে পদ্ম শিবির। শ্যামবাজারের পর আজ, বৃহস্পতিবার থেকে ফের টানা আন্দোলনে নামছে তারা। গত বুধবারই সাংবাদিক বৈঠকে এবিষয়ে আদালতের অনুমতি পাওয়ার কথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ ধর্মতলায় সপ্তাহব্যাপী ধরনা অবস্থান কর্মসূচির পাশাপাশি একগুচ্ছ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরমধ্যে রয়েছে আগামীকাল, শুক্রবার ৩০ অগাস্ট রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি। আগামী ২ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ডিএম অফিস ঘেরাও, ৪ তারিখ সমস্ত বিডিও অফিস এবং ৬ সেপ্টেম্বর কলকাতা সহ রাজ্যজুড়ে এক ঘণ্টার চাক্কা জ্যাম কর্মসূচি।
Related Posts
সারদা মামলায় এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট দাখিল, ইডি-কে কড়া ভর্ৎসনা বিচারকের
সারদা মামলায় এবার প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী পি চিদম্বরের স্ত্রী নলিনী চিদম্বরমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ইডি৷ তবে, চার্জশিট জমা পড়তেই বিচারকের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হল ইডি আধিকারিকদের৷ ঠিক কীল বললেন বিচারক? ইডি-র আইনজীবীকে বিচারক বলেন, ‘‘প্রায় ১১ বছর পরে চার্জশিট? এতদিন কী করছিলেন? কীভাবে এই স্ক্যাম হল, […]
বিধানসভায় নীতি আয়োগের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব, ওয়াকআউট বিজেপির
বিধানসভার শুরুতেই নীতি আয়োগ নিয়ে নিন্দা প্রস্তাব আনল রাজ্যের শাসকদল তৃণমূল । এদিন অধিবেশনের শুরুতে এই প্রস্তাব নিয়ে আসেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া । বিধানসভায় এর বিরোধিতা করে কক্ষ ত্যাগ করেন বিজেপির বিধায়করা । তাঁরা দাবি করেন, সুপরিকল্পিত মিথ্যাচার করা হচ্ছে । তিনি ভাইপোকে সেটিং করতে গিয়েছিলেন । তাতে ব্যর্থ হয়েছেন । এখন বলছেন মাইক […]
পুজোর আগে খুশির খবর, ২ লক্ষ টাকা অবসরকালীন ভাতা বাড়ল সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশদের
পুজোর আগে খুশির খবর সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের। অবসরকালীন ভাতা বাড়ল তাঁদের। চাকরি শেষে অবসর গ্রহণের সময় তাঁরা পাবেন ৫ লক্ষ টাকা। এতদিন এই অঙ্কটা ছিল ৩ লক্ষ। বৃহস্পতিবার নবান্নের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। এর আগে ২০২০তে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ৬০ বছর পর্যন্ত চাকরি করার পর অবসরের […]