আরজি কর কাণ্ড নিয়ে ঝাঁঝ বাড়াতে মরিয়া বঙ্গ বিজেপি! নবান্ন অভিযান এবং বনধের পর এবার ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ বেঁধে ধরনা

প্রথমে ছাত্রসমাজের নামে বুড়ো ছাত্রদের নিয়ে নবান্ন অভিযান, তারপরে রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বনধের নামে তাণ্ডব৷ বঙ্গ বিজেপি আরজি কর ইস্যুকে একের পর এক ইস্যু দিয়ে জিইয়ে রাখতে চাইছে ৷ শ্যামবাজারের পরে আজ থেকে সপ্তাহব্যাপী ধর্মতলায় ধরনা অবস্থান কর্মসূচি বঙ্গ বিজেপির। প্রসঙ্গত, আরজি কর ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চাইছে পদ্ম শিবির। শ্যামবাজারের পর আজ, বৃহস্পতিবার থেকে ফের টানা আন্দোলনে নামছে তারা। গত বুধবারই সাংবাদিক বৈঠকে এবিষয়ে আদালতের অনুমতি পাওয়ার কথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ ধর্মতলায় সপ্তাহব্যাপী ধরনা অবস্থান কর্মসূচির পাশাপাশি একগুচ্ছ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরমধ্যে রয়েছে আগামীকাল, শুক্রবার ৩০ অগাস্ট রাজ্য মহিলা কমিশনে তালা লাগাও কর্মসূচি। আগামী ২ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ডিএম অফিস ঘেরাও, ৪ তারিখ সমস্ত বিডিও অফিস এবং ৬ সেপ্টেম্বর কলকাতা সহ রাজ্যজুড়ে এক ঘণ্টার চাক্কা জ্যাম কর্মসূচি। ‌

error: Content is protected !!