টানা ২০ ঘণ্টার অবস্থান বিক্ষোভের শেষে লালবাজারে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করলেন জুনিয়র চিকিৎসকরা। প্রায় দেড় ঘণ্টার আলোচনার শেষে লালবাজার থেকে বেরিয়ে আসেন জুনিয়র চিকিৎসকদের ২২ জনের প্রতিনিধি দলের সদস্যরা। সিপি বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে তাঁকেই ডেপুটেশন জমা দেওয়া হয়। লালবাজার থেকে বেরিয়ে অনিকেত মাহাতো নামে এক আন্দোলনকারী চিকিৎসক জানান, ‘আমরা প্রায় দেড় ঘণ্টা ধরে ওনার সঙ্গে আলোচনা করেছি। তিনি তাঁর ভুল স্বীকার করেছেন। আমরা ওঁকে বলেছি গত ৯ আগস্ট, ১২ আগস্ট, ১৪ আগস্ট যে অশান্তি হয়েছে আরজি করে তার দায় কে নেবে? তার কোনও সদর্থক উত্তর উনি দিতে পারেননি। সিপি জানিয়েছেন তিনি তাঁর নিজের কাজে খুশি। তবে, উর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে তাঁকে সরাতে পারে। আমরা এখন লালবাজার থেকে অবস্থান তুলে নিচ্ছি। কিন্তু আমাদের আন্দোলন, কর্মসূচি যে রকম চলছিল সে রকম চলবে। জেলায় জেলায় হাসপাতালে যে বিক্ষোভ চলছে তাও জারি থাকবে।’ এদিন দুপুর ২.৪০ নাগাদ পুলিশকর্মীরা ধীরে ধীরে খুলতে থাকেন ব্যারিকেডের তালা। গার্ডরেল সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন, মানববন্ধন করে তাঁরা সিপির কাছে যাবেন শান্তিপূর্ণ ভাবে। সেই মতোই ব্যারিকেড সরানোর পর শান্তিপূর্ণ মিছিল করে পড়ুয়ারা বেশ কিছুটা এগিয়ে যান। তারপর ২২ জনের প্রতিনিধি দল কমিশনারের কাছে যান। আন্দোলনরত চিকিৎসকের তরফে অনিকেত মাহাতো বলেন, ‘এই ২২ ঘণ্টা দেরি করানোর কোনও প্রয়োজন ছিল না। সোমবার সকালেই এই দাবি মেনে নিলে সারারাত আমাদের বসে থাকতে হত না’। জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনে সোমবার রাতেই পৌঁছে গিয়েছিলেন সোহিনী সরকার, চৈতি ঘোষাল, লগ্নজিতা চক্রবর্তীর মত শিল্পীরা। মঙ্গলবার সকালে লালবাজার চত্বরে দেখা যায় পরিচালক সৃজিত মুখার্জিকেও। তবে, সোমবার রাতে রাজনৈতিক স্বার্থসিদ্ধির গন্ধ পেয়ে তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে কার্যত তাড়িয়ে ছাড়েন আন্দোলনকারীরা। এদিকে, মঙ্গলবার এই আন্দোলনে যোগ দেন বেশ কিছু চাকরিপ্রার্থী। ফলে, উত্তাপ বাড়ছিলই। বিধানসভায় একদিকে যখন ধর্ষণ বিরোধী বিল পাশ হল তখনই প্রশাসনিক সদিচ্ছারও নজির দেখল শহর কলকাতা।
Related Posts
‘ধর্ষণ’ নিয়ে কঠোর আইন আনতে চায় রাজ্য, আজ থেকে শুরু বিধানসভার বিশেষ অধিবেশন
আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার দু’দিনের বিশেষ অধিবেশন। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার অভিঘাতে এ ধরনের অপরাধে কঠোরতম সাজার দাবি উঠেছে সমাজের নানা স্তরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ফাঁসির শাস্তি চেয়ে আইনের পক্ষে। কেন্দ্রের কাছে দাবি তুলে ধরার পাশাপাশি, রাজ্যও নতুন আইন আনতে চায়। সেই লক্ষ্যেই বিশেষ অধিবেশন বিধানসভার। ধর্ষকদের ফাঁসির সাজার ব্যবস্থা করা হবে। এমনটাই […]
রেশন দুর্নীতি মামলায় ইডি অফিসে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত
রেশন দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ ৫ জুন তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল ৷ কিন্তু, সেই সময় অভিনেত্রী হাজিরা দেননি ৷ আজ দুপুরে আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজিরা দিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, এদিন ঋতুপর্ণা সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার বেশ কিছুক্ষণ আগে তাঁর হিসাবরক্ষক এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে পৌঁছে যান প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে […]
সপ্তাহ জুড়ে বাংলায় দুর্যোগের আশঙ্কা, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
সপ্তাহ জুড়ে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বজ্রপাতের পাশাপাশি জেলায় জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। যার জন্য আগেভাগেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপের জেরে বৃষ্টি শুরু হবে বুধবার থেকেই। আজ সকালেই বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ কিমি বেগে […]