মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন ‘স্টাইল’ খ্যাত অভিনেতা সাহিল খান। জানা গিয়েছে, ছত্তিসগড় থেকে বলিউড অভিনেতা তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। রবিবার তাঁকে শিন্ডেওয়াড়ি-দাদর আদালতে পেশ করা হয়েছিল। সেখানেই আগামী পয়লা মে অবধি সাহিল খানকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত তিন রাত জেলেই কাটাতে হবে অভিনেতা সাহিলকে। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “দেশের আইনব্যবস্থা এবং মুম্বই পুলিশের উপর আমার আস্থা রয়েছে। সত্যিটা সামনে আসবেই।” সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বইয়ের মাতুঙ্গা থানায় অভিনেতা সাহিল খানের নামে এফআইআর দায়ের হয়। অভিযোগ, এই অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা লাভ করেছেন অভিনেতা।
Related Posts
‘কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না’, সাফ জানিয়ে দিলেন সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্তের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিলই। সেই জল্পনা উড়িয়ে দিয়েছে অভিনেতা নিজেই। এক্স হ্যান্ডেল পোস্টের মাধ্যমে জল্পনার অবসান ঘটালেন অভিনেতা নিজেই। সঞ্জয় দত্ত নিশ্চিত করেছেন যে তাঁর কোনও রাজনৈতিক দলে যোগদান বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই। তিনি জোর দিয়ে বলেন, রাজনীতিতে নামলে তিনি নিজেই ঘোষণা দেবেন। অভিনেতা পোস্টে লেখেন, ‘আমার রাজনীতির ময়দানে […]
মাইথোলজিক্যাল সাইন্স ফিকশন এবং থ্রিলারে ভরপুর প্রভাসের ‘কল্কি, ফার্স্ট শোতেই হাউসফুল
প্রথম শো রাখা হয়েছিল ভোর চারটের সময় ৷ আর ফার্স্ট শোতেই হাউসফুল প্রভাসের ‘কল্কি’ ৷ মাইথোলজিক্যাল সাইন্স ফিকশন ছবি থ্রিলারে ভরপুর ৷ সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে অনেক অনুরাগী আবার প্রেক্ষাগৃহে বসেই ছবি দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ ছবিতে ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন বিজয় দেবড়েকোন্ডা, ম্রুণাল ঠাকুর, দুলকার সলমন ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়েন দিশা পাটানি, […]
‘শুনছি দুর্গাপুজোর অনুদান নেবেন না, ভালো কথা, পুজোর বোনাসটা নেবেন তো ‘? প্রশ্ন কাঞ্চনের
আরজিকর কাণ্ডে এবার দলের হয়ে ব্যাটন ধরলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক । যেভাবে একাধিক অভিনেতা-অভিনেত্রী রাস্তায় নেমে আন্দোলন করছেন, তাঁদের উদ্দেশ্য করেই প্রশ্ন ছুঁড়ে দিলেন উত্তরপাড়ার বিধায়ক । অভিনেতা-রাজনীতিবিদ কাঞ্চনের প্রশ্ন, “আমাদের শিল্পী যারা আছেন, তাঁরা যে সরকারি পুরস্কার ইত্যাদি নিয়েছিলেন, সেটা ফেরত দেবেন তো ? বলুন ফেরত দিয়ে দিচ্ছেন ।” এদিন কাঞ্চন বলেন, […]