আসছে পরিচালক সন্দীপ রায়ের “নয়ন রহস্য” ! সুরিন্দর ফিল্মস দ্বারা প্রযোজিত, এই ছবিটি সাসপেন্স, ড্রামা এবং অ্যাডভেঞ্চারের এক অনন্য মিশেল হতে চলেছে। একটি ছোট্ট ছেলের অন্তর্ধান ! সেই নিয়েই “নয়ন রহস্য” ! সঙ্গে হিঙ্গরানির হত্যার রহস্য। চেন্নাইয়ের চিত্তাকর্ষক পটভূমিতে ছবির শ্যুটিং শেষ হয়েছে। ফেলুদার আইকনিক চরিত্রটিকে আধুনিক করার প্রয়াসে, পরিচালক সমসাময়িক সময়ের দিকে প্রতিফলন করেছেন। ফেলুদার সারমর্ম রক্ষা করার জন্য সতর্ক হয়েছেন তিনি। চরিত্রের এবং গল্পের সত্যতা রাখতে যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছেন তিনি। ছবিতে ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তি পাচ্ছে এই ১০ মে।
Related Posts
আর্টিস্ট ফোরামের ডাকা গণ অবস্থানে যোগ দিলেন দেব
একজোট হয়ে অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে সরব বাংলার তারকারা। আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কিশোর কুমারের মূর্তি সংলগ্ন এলাকায় আর্টিস্ট ফোরামের গণ অবস্থান হয়। তাতেই পাশাপাশি দেখা যায় অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব এবং অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে। মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবিতে সরব হন দেব। শহরে ছিলেন […]
কাশী বিশ্বনাথ ধামে পুজো দিলেন রণবীর সিং ও কৃতি শ্যানন
বাংলা নববর্ষে কাশী বিশ্বনাথ ধামে পুজো দিলেন রণবীর সিং এবং কৃতি শ্যানন। বলিউডের দুই তারকাকে দেখার জন্যে এদিন মন্দির চত্বরে উপচে পড়েছিল ভিড়। আর সেই ভিড় নিয়ন্ত্রণে ছিল কড়া পুলিশি পাহারা। নিরাপত্তার ঘেরাটোপে বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে নিয়ে যাওয়া হল তারকাদের। ভক্তদের উদ্দেশ্যে হাতজোড় করে নমস্কার করলেন রণবীর। অভিনেত্রীর সঙ্গে এদিন দেখা গিয়েছে বলিউডের খ্যাতনামা […]
সাত পাকে বাঁধা পড়লেন অদিতি-সিদ্ধার্থ
সাত পাকে বাঁধা পড়লেন অদিতা রাও হায়দারি ও সিদ্ধার্থ ৷ প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের প্রথম ছবি ৷ একেবারে সাদামাটা ভাবে তাঁদের বিয়ের ছবি দেখে মুগ্ধ নেটপাড়া ৷ ইতিমধ্যেই অনুরাগী-সহ বলিউডের তারকারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নবদম্পতিকে ৷ সোমবার অদিতি বিয়ের একাধিক ছবি শেয়ার করেন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে ৷ ক্যাপশনে লেখেন, “তুমি আমার সূর্য, আমার চাঁদ, […]