প্রয়াত সিপিআই নেতা অতুল অঞ্জন

প্রয়াত হলেন ভারতের কমিউনিস্ট পার্টির জাতীয় সম্পাদক অতুল কুমার অঞ্জন । অতুল কুমার অঞ্জন (৬৯) গত এক মাস ধরে গোমতীনগরের একটি হাসপাতালে অ্যাডভান্স স্টেজ ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। অতুল অঞ্জন, যিনি 1977 সালে লখনউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি হিসাবে রাজনীতি শুরু করেছিলেন, তাকে সামাজিক ন্যায়বিচার এবং বামপন্থী রাজনীতির একটি বড় মুখ হিসাবে বিবেচনা করা হত। কৃষক ও শ্রমিকদের স্বার্থের প্রতি সিপিআই নেতার দৃঢ় প্রতিশ্রুতি সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা ও শ্রদ্ধা অর্জন করেছে। বক্তৃতা দক্ষতার জন্য একসময় পরিচিত এই সাবলীল ছাত্রনেতা রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থান অর্জন করেছিলেন।

error: Content is protected !!