নর্মদায় স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন একই পরিবারের ৭ জন। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার পোইচায় নর্মদা নদীতে বেড়াতে এসেছিল ১৫-১৬ জনের একটি দল। তাঁদের মধ্যে ৮ জন নদীতে স্নান করতে নামেন। খেই হারিয়ে তলিয়ে যান ৮ জন। একজনকে রক্ষা করেন স্থানীয়রা। বাকি ৭ জন তলিয়ে যান। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ -এর ২ টি দল ও ভাদোদরা ফায়ার টিম । কাল রাত ১০ টা পর্যন্ত অনুসন্ধান চালায় তাঁরা। ফের আজ সকাল থেকে শুরু হয় অনুসন্ধান অভিযান। আজ একজনের মৃতদেহ উদ্ধার করেছে এনডিআরএফ দল। এখনও নিখোঁজ ৭। জানা গিয়েছে, সুরাটের বাসিন্দা তাঁরা।এনডিআরএফ-এর আধিকারিক কিশাণ দান গাধবির কথায়, “গতকাল বেলা ১২ টা নাগাদ নর্মদায় স্নান করতে আসেন কিছুজন। তাঁদের মধ্যে ৮ জন সাঁতার কাটতে নামেন। জলের গভীরতা অনেক হওয়ায় তলিয়ে যান একই পরিবারের ৮ জন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার হন ১। বাকি ৭ জন নিখোঁজ ছিলেন। তাঁদের মধ্যে ১ জনের মৃতদেহ মিলেছে। বাকিদের খোঁজ চলছে।”
Related Posts
উত্তরপ্রদেশের মিরাটে দলিত নাবালিকা ছাত্রীর সঙ্গে কুকীর্তি করতে গিয়ে ধরা পড়লেন প্রধান শিক্ষক
দলিত নাবালিকা ছাত্রীর সঙ্গে অশ্লীল কাজ করতে গিয়ে ধরা পড়লেন সরকারি স্কুলের প্রধান শিক্ষক। উত্তরপ্রদেশের মিরাটে ওই সরকারি স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যাচ্ছে, নাবালিকার নখ কেটে দেওয়ার নাম করে নিজের কক্ষে নিয়ে যান অভিযুক্ত প্রধান শিক্ষক জামাল কামিল। সেখানে ছাত্রীর জামা তুলে তাকে অশ্লীল ভাবে স্পর্শ করছিলেন তিনি। প্রধান শিক্ষকের কুকীর্তি হাতেনাতে […]
অবশেষে বিপর্যস্ত সিকিমে শুরু হল উদ্ধারকাজ, ৫০ পর্যটককে সড়ানো হল মঙ্গনে
অবশেষে বিপর্যস্ত উত্তর সিকিমে শুরু হল উদ্ধারকাজ ৷ খারাপ আবহাওয়া এবং মেঘভাঙা বৃষ্টিকে কার্যত উপেক্ষা করে উদ্ধারকাজ শুরু করল বর্ডার রোডস্ অর্গানাইজেশন (বিআরও) ৷ সেইসঙ্গে, যুদ্ধাকালীন তৎপরতায় তিস্তা নদীর উপরে নবনির্মিত তুং সেতু দিয়ে চুংথাং থেকে মঙ্গনের মধ্যে গুরুত্বপূর্ণ যোগাযোগ পুনরুদ্ধার করল বিআরও-এর সদস্যরা ৷ তবে খারাপ আবহাওয়ার কারণে এখনও পর্যন্ত ৫০ জন পর্যটককে উদ্ধার […]
পঞ্জাবে ইডির অভিযানে উদ্ধার সাড়ে ৩.৫ কোটি টাকা
২০২৪ সালের লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোটের আগে বুধবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি বড় পদক্ষেপ করেছে। অবৈধ খনির মামলায়, ইডি পঞ্জাবের রোপার (রূপনগর) জেলার ১৩টি স্থানে অভিযান চালিয়েছে, যেখান থেকে তারা নগদ ৩.৫ কোটি টাকা উদ্ধার করেছে। ইডির অভিযান এখনও চলছে এবং ইডি আরও নগদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।তথ্য অনুসারে, রোপারের আশেপাশের এলাকায় এবং ইডি কর্তৃক বাজেয়াপ্ত […]