ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে ৷ লখনউয়ের চিড়িয়াখানা থেকে ফেরার পথে বারাবাঙ্কি জেলার একটি বেসরকারি স্কুলের বাস উলটে অন্তত ৬ পড়ুয়ার মৃত্যু হয়েছে ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে কমপক্ষে ৩২ পড়ুয়ার ৷ দুর্ঘটনাটি ঘটেছে, জেলার দেবা থানা এলাকায় ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসের গতি অনেক বেশ ছিল ৷ বারাবাঙ্কি জেলার সুরতগঞ্জ কম্পোজিট স্কুলের পড়ুয়াদের নিয়ে আজ লখনউ চিড়িয়াখানায় গিয়েছিল ৷ সেখান থেকে ফেরার পথে সন্ধ্যার সময়ে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷ তবে, স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে, বাসটির গতি অত্যধিক ছিল ৷ সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উলটে যায় ৷ স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে নামে ৷ কিছুক্ষণের মধ্যে দেবা থানা ও আশেপাশের থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ অ্যাম্বুল্যান্সে সকল আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে পাঠানো হয় ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৬ জন কে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা ৷ প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা হাসপাতালে পৌঁছেছেন ৷ খবর পেয়ে হাসপাতালে পৌঁছন অভিভাবকরাও ৷ কান্নায় ভেঙে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা ৷ তবে, কীভাবে দুর্ঘটনা ঘটেছে ? এনিয়ে প্রশাসনের তরফে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি ৷ পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে প্রশাসন ৷ দুর্ঘটনা নিয়ে বারাবাঙ্কি শহরের সিও জগৎ রাম কানোজিয়া বলেন, “আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বাসে থাকা সকলেই সুরাতগঞ্জ ব্লকের কম্পোজিট স্কুলের পড়ুয়া ৷ তাদের মঙ্গলবার সকালে স্কুল কর্তৃপক্ষ লখনউ চিড়িয়াখানা ও অন্য জায়গায় শিক্ষামূলক ভ্রমণে নিয়ে গিয়েছিল ৷ সন্ধ্যায় ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে ৷”
Related Posts
তামিলনাড়ুতে ভুয়ো এনসিসি ক্যাম্পে ১৩ জন স্কুলের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১১
তামিলনাড়ুতে ১৩ টি স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানি করার চেষ্টার অভিযোগ সামনে এল। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরিতে। পুলিশ জানিয়েছে সেখানে একটি ভুয়ো এনসিসি ক্যাম্প চলছিল। এরপরই এই অভিযোগ ওঠে। ঘটনার জেরে স্কুলের প্রিন্সিপল সহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত থেকে জানা গিয়েছে একটি বেসরকারি স্কুল নিজেদের এনসিসি টিমকে সঙ্গে নিয়ে যায়নি। বদলে অন্য একটি দল […]
‘আই অ্যাম ব্যাক!’ জেল থেকে বেরিয়ে মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের, শনিবার দুপুরে বড় ঘোষণা
অবশেষে জেল থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের কয়েকঘণ্টার মধ্যেই তিহাড় জেল থেকে বেরিয়ে এলেন দিল্লির মুখ্যমন্ত্রীর। জেল থেকে বেরিয়েই জনতার দরবারে দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপচে পড়েছিল আপ কর্মী-সমর্থকদের ভিড়। সকলের মাঝে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি আপনাদের সকলকে মন থেকে ধন্য়বাদ জানাচ্ছি। কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি। সুপ্রিম কোর্টের সমস্ত […]
গুজরাতে ভূমিকম্প, রিখটার স্কেলে ৩.৪
বুধবার বিকেলে গুজরাতের সৌরাষ্ট্রে ভূমিকম্প অনুভূত হয়। গুজরাত রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, সৌরাষ্ট্রের তালালা থেকে ১২ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে ৩টে ১৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছে ৩.৪। আপাতত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই। তবে ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।