পুনেতে যাত্রীবাহী নৌকা উলটে বড় দুর্ঘটনা ৷ নিখোঁজ নৌকাতে থাকা ৬ জন যাত্রী ৷ তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পুনে শহর থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে জেলার কালাশি গ্রামের কাছে ৷ পুনে গ্রামীণ পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান চলছে । ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), স্থানীয় প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে । জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় উজানি বাঁধের কাছে নৌকাটি ডুবে যায় ৷ নৌকাতে সাতজন যাত্রী ছিলেন ৷ তাঁদের মধ্যে একজন কোনওক্রমে সাঁতার কেটে পাড়ে ওঠে ৷ ফলে দুর্ঘটনায় প্রাণ রক্ষা পেয়েছে তাঁর । নিখোঁজ হয়ে যান বাকি ছ’জন । টানা দ্বিতীয় দিন তাঁদের খোঁজে তল্লাশি চলছে । নিখোঁজদের মধ্যে দু’টি শিশু রয়েছে বলে জানা গিয়েছে । ওই নৌকায় ছিলেন পুলিশের সাব-ইন্সপেক্টর রাহুল ডোংরে । নৌকাটি উলটে যাওয়ার পর সাঁতরে বাঁধের কিনারায় এসে তিনি গ্রামবাসী ও স্থানীয় প্রশাসনকে খবর দেন ৷ এরপর ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল ৷ সূত্রের খবর, নিখোঁজ যাত্রীরা হলেন, গোকুল দত্তাত্রয় যাদব, কোমল গোকুল যাদব, শুভম গোকুল যাদব , মাহি গোকুল যাদব, অনুরাগ ডিচি এবং গৌরব ডোংরে। জানা গিয়েছে, সোলাপুর জেলার কারমালা তালুকের কুগাঁও থেকে ইন্দাপুর তালুকের কালাশি গ্রামে যাচ্ছিল একটি যাত্রীবাহী নৌকা । উজানি বাঁধের কাছ থেকে নৌকাটি ইন্দাপুর যাওয়ার সময় প্রচণ্ড ঝড় ওঠে । হাওয়ার কারণে মাঝনদীতে নৌকাটি ডুবে যায় । ঝাড়রের বাসিন্দা স্বামী-স্ত্রী ও তাঁদের দুই সন্তান এবং কুগাঁওর দু’জন-সহ মোট ছ’জন জলে ডুবে যান ।
Related Posts
কেরলের ওয়েনাড়ে ভূমিধসে মৃত বেড়ে ৩৪৪, নিখোঁজ এখনও ৩০০
ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধসে প্রাণহানি ক্রমশ বেড়েই চলেছে। কাদা ও বালির স্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে ৷ এই প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ ৷ এখনও ৩০০-র বেশি নিখোঁজ বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ওয়েনাড়ের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধি ও কংগ্রেসের সাধারণ […]
এসএসসি মামলায় হাইকোর্টের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে রাজ্য সরকার
নির্বিচারে’ রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ৷ এসএসসি দুর্নীতি মামলায় উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এই অভিযোগে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ৷ রাজ্যের তরফে আবেদন পত্রে জানান হয়েছে, সরকার এবং মামলাকারীদের সময় না দিয়ে চাকুরিজীবীদের পুরো প্যানেল বাতিন করে দিয়েছে উচ্চ আদালত ৷ এই নির্দেশের প্রভাব কী […]
টানা বৃষ্টিতে বিপর্যস্ত অসম, মৃতের সংখ্যা বেড়ে ২৯
লাগাতার বৃষ্টি ও তার জেরে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ প্রকোপ ৷ দু’য়ের জেরে ক্রমশ খারাপের পথে অসমের বন্যা পরিস্থিতি ৷ আজ আরও ২ জনের দেহ উদ্ধার হয়েছে ৷ ফলে অসমের বন্যায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৯ ৷ এমনকী ব্রহ্মপুত্রের জল এখনও অনেক গ্রামে ঢুকছে ৷ আর তার ফলস্বরূপ ছাদ-সমান জলে ডুবে রয়েছে অসমের একাধিক গ্রাম ৷ […]