ছত্তিশগড়ে ২১ ঘণ্টার গুলির লড়াই, মৃত ৮ মাওবাদী, উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র

নকশাল প্রভাবিত নারায়ণপুর, দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানায় আবুজহমাড়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে টানা ২১ ঘণ্টার গুলির লড়াই শেষ ৷ সংঘর্ষে আট মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার যৌথ বাহিনীর উপর আচমকাই গুলি চালায় মাওবাদীরা ৷ পালটা জবাব দেয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের জওয়ানরা ৷ সেই গুলির লড়াইয়ে এক মাওবাদীর মৃত্যু হয় ৷ এরপরই তল্লাশি অভিযানে নামে আধাসামরিক বাহিনীর জওয়ানরা ৷ জানা গিয়েছে, যৌথবাহিনীর এনকাউন্টারে ৮ মাওবাদীর মৃত্যুর পাশাপাশি উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ৷ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ এনকাউন্টার শুরু করে যৌথবাহিনী, যা শেষ হয়েছে আজ, শুক্রবার ৷ নিরাপত্তা বাহিনীর দল যখন ঘটনাস্থল থেকে ফিরছিল তখন আরও একবার হামলা চালানো হয় বাহিনীর উপর ৷ জানা গিয়েছে, মাওবাদীরা এসটিএফ দলের উপর আচমকা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় এসটিএফ-এর কর্মীরাও ৷ গুলির সংঘর্ষ শেষ হওয়ার পরে, তল্লাশি অভিযানের সময় ইউনিফর্ম পরা এক মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। কয়েকজন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে বলেও খবর ৷ তবে এখনও তা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি পুলিশের তরফে।

error: Content is protected !!