সারাবিশ্বে উদযাপিত হল ঈদ। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটি, সবাই তাঁদের নিজস্ব কায়দায় ঈদ উদযাপন করলেন। একই সঙ্গে প্রতি বছরের মতো এবারও ভক্তরা তাঁদের প্রিয় সুপারস্টার সলমান খান ও শাহরুখ খানকে দেখার অপেক্ষায় ছিলেন। আবশেষে মনোবাসনা পূরণ হল। যত দূর চোখ যায়, শুধু মাথা আর মাথা আর গলা ফাটিয়ে চিৎকার করছে প্রিয় তারকার জন্য। প্রতিবারের ঈদের দিন এই চিত্রই ধরা পড়ল মন্নতের সামনে। এবছরও সকাল থেকে জমছিল ভিড়। অবশেষে ভক্তদের ডাকে সাড়া দিলেন কিং খান। বিকেলের মন্নতের বাইরে সাদা শেরওয়ানিতে এলেন শাহরুখ খান। ঈদের শুভেচ্ছা জানালেন তাঁর অগণিত ভক্তকুলকে। তবে শুধু মন্নতের বাইরেই নয়, হাজার হাজার ভক্তের ভিড় জমেছিল গ্যালাক্সির বাইরেও। একসময় ভিড় হাতের বাইরে চলে যাওয়ায় লাঠিচার্জও করতে হয় পুলিশকে। তাও তারা সরেননি, শুধুমাত্র ভাইজানকে এক ঝলক দেখার জন্য। অবশেষে সন্ধে নামার আগে তিনি এলেন। ব্য়ালকনি থেকেই ফ্যানেদের ঈদ মুবারক জানালেন।
Related Posts
মুক্তি পেল ‘দো অর দো পেয়ার’ ছবির প্রথম অফিসিয়াল ট্রেলার
মুক্তি পেল শিরশা গুহ ঠাকুরতা পরিচালিত ‘দো অর দো পেয়ার’ ছবির প্রথম অফিসিয়াল ট্রেলার। এই ছবিতে অভিনয় করেছেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিয়ানা ডি’ক্রুজ এবং সেনধিল রামামূর্তি। গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রালার মুক্তির খবর জানিয়েছিলেন বিদ্যা। ট্রেলারের শুরুতেই প্রতীক গান্ধী এবং বিদ্যা বালানের চরিত্রগুলির মধ্যে উত্তপ্ত লড়াই হতে দেখা যায়। তারপরে তাদের যথাক্রমে ইলিয়ানা […]
পদ্মভূষণ পুরস্কার পেলেন মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ
পদ্মভূষণ পুরস্কার পেলেন বাংলার জনপ্রিয় অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং গায়িকা উষা উত্থুপ ৷ ২২ এপ্রিল সোমবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান পুরস্কার গ্রহণ করেন তারা৷ শিল্পকলার জন্য মিঠুন চক্রবর্তীকে এই পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে৷ পদ্মভূষণ পেয়ে আপ্লুত অভিনেতা মিঠুন চক্রবর্তী, তিনি জানান, আমি খুব খুশি৷ আমি আমার জীবনে কারোর কাছে […]
স্বামীর রহস্যজনক অন্তর্ধানের তদন্তে আসছে ‘ম্যাডাম সেনগুপ্ত’
শুভ মহরত হয়ে গেল সায়ন্তন ঘোষাল পরিচালিত ‘ম্যাডাম সেনগুপ্ত’- এর। ছবিতে প্রধান চরিত্রে দেখাযাবে ঋতুপর্ণা সেনগুপ্ত-কে। পাশাপাশি ছবিতে দেখতে পাওয়া যাবে রাহুল বোস, অনন্যা চ্যাটার্জি, সুব্রত দত্ত, দেবপ্রিয় মুখার্জি, রৌনক দে ভৌমিক, এবং রতন সরখেলকে। ম্যাডাম সেনগুপ্ত, একজন বিখ্যাত কার্টুনিস্ট, তাঁর বিবাহ বিচ্ছিন্ন স্বামীর রহস্যজনক অন্তর্ধানের তদন্তের জন্য কলকাতায় আসেন। এই যাত্রায় ম্যাডাম সেনগুপ্ত কী আবিষ্কার […]