সিকিমে বিপর্যস্ত। জলের তোড়ে ফুঁসছে একাধিক নদী। প্রবল বৃষ্টির জেরে কার্যত ভেঙে পড়েছে প্রতিবেশী রাজ্য সিকিমের যোগাযোগ ব্যবস্থা৷ সিকিমের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধসের ঘটনা ঘটছে কয়েকদিন ধরেই৷ ধসের জেরে ভেসে গিয়েছে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সেতু৷ ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি, মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।এ দিকে, ফের ধসের বলি সিকিমে। এবারে নর্থ সিকিমের লাচুংয়ের কাছে পাখচোক গ্রামে ধসে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি। ধসে চাপা পড়ে মৃত্যু ৩ জনের। আরও অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা। উদ্ধারে নেমেছে স্থানীয় বাসিন্দারা।তিস্তার জলস্তর বৃদ্ধিতে উদ্বিগ্ন তিস্তা নদীর পাড়ের বাসিন্দারা। বাদাম, ভুট্টা চাষে ক্ষতির আশঙ্কা। নদীতে না যাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের তরফে প্রচার চালানো হচ্ছে।মেল্লিতে ধসে গেল জাতীয় সড়কের একাংশ। বাংলা-সিকিম লাইফ লাইন বিপর্যস্ত। ধসে গেল ১০ নং জাতীয় সড়কের একাংশ। মাইকিং করছে পুলিশ। তিস্তাপারের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনঃ পার্থপ্রতীম সরকার ও রকি চৌধুরি।উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে। কোচবিহার ও আলিপুরদুয়ারে আগামী কয়েকদিনেও ভারী বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি।সিকিম, ভুটান এবং অসম, মেঘালয় এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ধস নামতে পারে পার্বত্য এলাকায়। আগামী ৪৮-৭২ ঘণ্টায় প্রবল বৃষ্টি উত্তরবঙ্গের সিকিম, ভুটান এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি।পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুলেঁফেপে উঠেছে উঠেছে ডুয়ার্সের পাহাড়ি বিভিন্ন নদী গুলো। মূর্তি, কুর্তি, নেওরা, মাল-সহ বিভিন্ন নদীতে জলস্তর অনেকটাই বেড়েছে। এই সময় নদী সংলগ্ন এলাকায় যাতে কেউ না যায় সেজন্য প্রশাসনের তরফেও জনগণকে সতর্ক করা হয়েছে। অন্যান্য নদী গুলোর ন্যায় মূর্তি নদীও ফুলেঁফেপে উঠেছে।
Related Posts
‘রোজ সংবিধান হত্যা দিবস পালন হচ্ছে’, তোপ মল্লিকার্জুন খাড়গের
প্রতি বছর ২৫ জুন দিনটিকে ‘সংবিধান হত্যা দিবস’ হিসেবে পালন করা হবে বলে গতকালই ঘোষণা করেছে সরকার। উল্লেখ্য, ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এই আবহে বিজেপি সরকারের এই দিবস পালনের ঘোষণায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই নিয়ে বিরোধীরা এক সুরে তোপ দেগেছে শাসক বিজেপিকে। আবার পুরনো স্মৃতি টেনে এনে কংগ্রেসকে […]
মহারাষ্ট্রে বৃষ্টির জেরে ভূমিধসে মৃত্যু ২ জন
বর্ষার কারণে গত ২৪ ঘণ্টায় গোয়া-মহারাষ্ট্রে ভারী বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির কারণে মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ-আহমেদনগর মহাসড়কের মালশেজ ঘাটে ভূমিধস হয়েছে। এতে পাহাড় থেকে একটি বড় পাথর অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনায় চাচা-ভাতিজা মারা যান। নিহতদের নাম রাহুল বাবন ভালেরাও (৩০) ও শচীন ভালেরাও (৭)। আজ দেশের ১২টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। […]
হায়দরাবাদের এক ইউনিভার্সিটির হোস্টেলের চাটনিতে সাঁতরে বেড়াচ্ছে জীবন্ত ইঁদুর! ভাইরাল ভিডিও
চাটনিতে ভাসছে আস্ত ইঁদুর। এই কাণ্ডটি ঘটে গিয়েছে হায়দরাবাদের নামি ইউনিভার্সিটির হোস্টেলে। খাবার রান্না করতে গিয়ে অবহেলা, নাকি নজরদারিতে গাফিলতি, কী কারণে রান্নাঘরে এমন অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে! উঠছে প্রশ্ন। রেগে আগুন নেটিজেনরা। সম্প্রতি, তেলেঙ্গানার সুলতানপুর জওহরলাল নেহেরু টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির একটি হোস্টেলর বড় ধরনের এই ঘটনা সামনে এসেছে। এখানকার রান্না করা ‘চাটনিতে’ই একটি ইঁদুর পাওয়া […]