আজ উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের ভোট গণনা৷ এদিন ৬০ সদস্যের অরুণাচল বিধানসভার ৫০টি আসনে চলছে ভোটগণনা৷ অন্যদিকে, ৩২ আসনে সিকিমেও গণনা আজ৷ ভারী বৃষ্টিপাত সত্ত্বেও সকাল ৬টা থেকেই অরুণাচল প্রদেশের ২৪ জেলার হেডকোয়াটার্সে শুরু হয়েছে ভোট গণনা৷ আর দিনের শুরুতেই জয় প্রায় নিশ্চিত হওয়ারই ইঙ্গিত দিচ্ছে বিজেপি৷ দুপুরের মধ্যেই ফলাফল পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা৷ অন্যদিকে, সিকিমের ছয় জেলাতেও চলছে গণনা৷ বেলা সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অরুণাচল প্রদেশের অর্ধেকেরও বেশি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির৷ ইতিমধ্যেই ১২ আসনে ঘোষিত হয়েছে বিজেপির জয়৷ বাকি ৩৩ আসনেও এগিয়ে তারা৷ অন্যদিকে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এগিয়ে ৬টি আসনে, এনসিপি ৪টিতে, পিপিএ ৩টিতে এবং একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী৷ অরুণাচলে ম্যাজিক ফিগার ৩১৷ সিকিমে অবশ্য ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)৷ ৩২ আসনের সিকিম বিধানসভার ৩০টিতেই এগিয়ে এসকেএম৷ এখানে ম্যাজিক ফিগার ১৭৷
Related Posts
অমিত শাহর ভিডিও মামলায় নোটিশ তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে রেভান্থ রেড্ডিকে, মোবাইল জমা দেওয়ার নির্দেশ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এডিটেড ভিডিও মামলায় এবার নোটিশ পাঠানো হল তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে। দিল্লি পুলিশের তরফে সোমবার তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়। অমিত শাহর ফেক ভিডিয়ো অর্থাৎ এডিটেড ভিডিও প্রকাশ মামলার জেরেই তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকে সমন পাঠানো হয়। তাঁকে নিজের মোবাইল ফোন দিল্লি পুলিশের কাছে জমা করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। ১ মে […]
‘কঙ্গনাকে যিনি চড় কষিয়েছেন, সেই CISF জওয়ানকে আমি চাকরি দেব’, বললেন বিশাল দাদলানি
চণ্ডীগড় বিমানবন্দরে নব-নির্বাচিত BJP সাংসদ কঙ্গনাকে চড় মারার ঘটনায় দেশজুড়ে চর্চা চলছে। তবে ঘটনা প্রসঙ্গে এক্কেবারেই চুপ গোটা বলিউড। কোনও বলি তারকাকেই এবিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। তাঁকে চড় মারার ঘটনায় বলিউড চুপ থাকায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েও পরে সেই পোস্ট মুছে দেন কঙ্গনা রানাওয়াত। তবে এবার চড় কষানোর ঘটনায় মুখ খুললেন সঙ্গীত পরিচালক বিশাল […]
মধ্যপ্রদেশের জবলপুরে প্রধানমন্ত্রী মোদির রোডশো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে বিপত্তি, আহত ৭
আগামী লোকসভা নির্বাচন উপলক্ষে রবিবার মধ্যপ্রদেশে ভোটপ্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জবলপুরে একটি রোডশো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে বিপত্তি হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। সিটি পুলিশ সুপার এইচআর পাণ্ডে এই মর্মে জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শোয়ের জন্য রামপুর-গোরক্ষপুর রোডের রাস্তার ধারে একটি স্বাগত মঞ্চ তৈরি করা হয়। প্রধানমন্ত্রীর গাড়ি মঞ্চের […]