ফ্রান্সে কান ফিল্ম ফেস্টিভালে নজর কাড়লেন অভিনেত্রী সোনম ছাবরা। এই ফিল্ম ফেস্টে তিনি ছিলেন অঙ্গদানের প্রচারে। মাস পাঁচেক আগেই তাঁর অসুস্থ মা-কে লিভার দান করেন অভিনেত্রী। গত ডিসেম্বরেই সেই অস্ত্রোপচার হয়। এরপরেই কানের মঞ্চে অঙ্গদানের প্রচারে হাজির হন সোনম। মেড ইন হেভেন ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যায় তাঁকে। সোমবার কানের রেড কার্পেটে হাঁটেন তিনি। তবে কান ফিল্ম ফেস্টিভ্যালে সোনম ছাবরা অভিনেত্রী হিসাবে যোগদান করেননি। তিনি একজন অঙ্গদানকারী হিসাবে অঙ্গদান নিয়ে সচেতনতা বাড়াতেই এই ফেস্টিভ্যালে যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন যে তিনি এই মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে অঙ্গ দাতাদের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন যে কারণে তিনি অঙ্গ দান করার এত অল্প সময়ের পরে উৎসবের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে অঙ্গদানের বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার ইচ্ছাই প্রকাশ করেছেন।
Related Posts
মুক্তি পেল জিৎ-এর ‘বুমেরাং’-এর টিজার
ঈদে এসছিল জিৎ-এর আগামী ছবি ‘বুমেরাং’-এর ফার্স্ট লুক পোস্টার। আর নববর্ষের পূণ্যলগ্নে এল ছবির টিজার। সৌভিক কুন্ডি পরিচালিত এই ছবিতে সুপারস্টার জিৎ-এর সঙ্গে জুটিতে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ। ছবির শ্যুটিঙেই আনা হয়েছিল ফিউচারিস্টিক বাইক। শুধু বাইকই নয়, এই ছবিতে প্রথমবার […]
কান ফেস্টিভ্যালে দেখা যাবে ‘ভারত পর্ব’
১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত কান চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে অংশ নেবেন দেশ-বিদেশের চলচ্চিত্র ব্যক্তিত্বরা। চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া এবার ভারতের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এবার ‘ভারত পর্ব’ 77তম কান চলচ্চিত্র উৎসবে ভারত আয়োজিত হবে। ‘ভারত পর্ব’-এর মাধ্যমে, সারা বিশ্ব থেকে কান উৎসবে জড়ো […]
গরমের ছুটিতে আসছে ‘দাবাড়ু’
এবছর ১০ মে মুক্তি পাচ্ছে পথিকৃৎ বসু পরিচালিত ‘দাবাড়ু’। প্রথমে কথা ছিল, ছবিটি শীতে মুক্তি পাবে। চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। সংলাপে অর্পণ গুপ্ত। নিবেদনে নন্দিতা রায়-সঞ্জয় আগরওয়াল। পুজোমুক্তি থ্রিলারের পর এই প্রথম জীবনীমূলক স্পোর্টস ড্রামা উপহার দিতে চলেছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের বর্ণময় জীবনের এক টুকরো ছবি ধরা পড়েছে এই ছবিতে। দাবাড়ুর ছেলেবেলা ফুটিয়ে […]