পশ্চিমবঙ্গে উপাচার্য নিয়োগের জট কাটাতে পদক্ষেপ সুপ্রিম কোর্টের। সার্চ কমিটি গঠনের নির্দেশ সর্বোচ্চ আদালতের। প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতকে চেয়ারম্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। তিন মাসের মধ্যে সরকারকে বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। এই নির্দেশে খুশি ব্রাত্য বসু। “গণতন্ত্রের জয় হয়েছে”, উল্লেখ করে X হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতকে চেয়ারম্যান করতে হবে। কমিটিতে বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গেই চেয়ারম্যান প্রয়োজনে আরও চার বিশেষজ্ঞকে রাখতে পারেন কমিটিতে। সব বিশ্ববিদ্যালয়ের জন্য একসঙ্গে কমিটি গঠন করা যেতে পারে। আবার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা সার্চ কমিটিও গঠন করতে পারেন চেয়ারম্যান। কমিটি প্রতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাইয়ের জন্য তিনজনের নাম বাছাই করবে। ওই তিনজনের নাম যাবে মুখ্যমন্ত্রীর কাছে। সেখান থেকে ‘অর্ডার অফ প্রেফারেন্স’ বাছাই করবেন মুখ্যমন্ত্রী। তার পর সেই তালিকা যাবে রাজ্যপালের কাছে। আগামী ২ সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করতে হবে। ৩ মাসের মধ্যে সরকারকে বিজ্ঞাপন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। সেই বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে। গোটা প্রক্রিয়ার খরচ বহন করবে রাজ্যই।
Related Posts
প্রশ্নপত্র ফাঁস রুখতে আমরা বদ্ধপরিকর, NEET ও NET দুর্নীতি কাণ্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদি
তৃতীয় মোদী সরকারের প্রথম সংসদ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। সংসদের নিম্নকক্ষ লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবে ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদী। সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষায় (নিট) কারচুপি, অগ্নিপথ প্রকল্প-সহ বিভিন্ন ইস্যু নিয়ে এবার সংসদ অধিবেশন উত্তাল হয়েছে। সেইসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কী বলেন, সেদিকে নজর আছে। নরেন্দ্র মোদী: প্রশ্নপত্র ফাঁস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী […]
‘নয়া ফৌজদারি আইন নিয়ে সংসদে পুনরায় আলোচনা হোক’, প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
১ জুলাই থেকেই দেশে কার্যকরী হবে নয়া ফৌজদারি আইন। গত বছর ডিসেম্বর মাসে নয়া অপরাধ আইন পাশ করানো হয় লোকসভায়। আইন কার্যকরী করতে রাষ্ট্রপতির অনুমোদনও মেলে। তবে, নয়া অপরাধ আইন গোটা দেশে কার্যকরী করার তারিখ পিছিয়ে দেওয়া হোক এবং তিনটি আইন নিয়ে নবনির্বাচিত সংসদে পুনরায় আলোচনা করা হোক – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মর্মে চিঠি […]
৩০টাকা দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের
দাম কমল এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ প্রতি সিলিন্ডারে দাম কমানো হল ৩০ টাকা করে ৷ তেল বিপণন সংস্থাগুলি দাম কমিয়েছে শুধু বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের ৷ ১৯কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩০ টাকা করে কমানো হয়েছে ৷ এর ফলে সিলিন্ডার পিছু দাম নতুন দাম হল ১৬৪৬ টাকা ৷ তবে এই দর নয়াদিল্লির ৷ কলকাতায় […]