প্রকাশ্যে এল ভারতীয় বংশোদ্ভূত পরিচালক এম নাইট শ্যামালনের নতুন ছবি ‘ট্র্যাপ’-এর ট্রেলার। হলিউডে শ্যামালনের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ‘দ্য সিক্স সেন্স’ থেকে ‘গ্লাস’, ‘আনব্রেকেবেল’–শ্যামলন মানেই একেবারে ব্যতিক্রমী চমক। ‘ট্র্যাপ’-এর কাহিনিও একেবারে অন্য ধরনের। এক ব্যক্তি, তাঁর মেয়েকে নিয়ে যান একটি মিউজিক কনসার্টে। সেখানে গিয়ে সেই ব্যক্তির সঙ্গে ঘটতে থাকে অদ্ভূত ঘটনা। সে জানতে পারে এই কনসার্টে যোগদানের নামে এখানে উপস্থিত বহু দর্শকদের আসলে ফাঁদে বা ট্র্যাপে ফেলা হয়েছে। কী করে তারা উদ্ধার পাবে, আদৌও কি সেটা ফাঁদ? তা নিয়েই এই সাইকো থ্রিলার সিনেমা। আগামী ৯ অগাস্ট বিশ্বব্যাপি রিলিজ করবে এই সিনেমা।
Related Posts
শুটিং শুরু বরুণ-জাহ্নবীর ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’-র
আবারও একবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কাপুর । ‘বাওয়াল’-এর পর তাঁদের দ্বিতীয় ছবির নাম আগেই ঘোষণা করেছিলেন প্রযোজক করণ জোহর। ছবির নাম “সানি সংস্কারী কি তুলসি কুমারী’। শুরু হয়েছে এই ছবির শুটিং। ছবিতে বরুণ, জাহ্নবী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে রোহিত সুরেশ সরফ, অক্ষয় ওবেরয়, মণীশ পাল-সহ আরও অভিনেতা-অভিনেত্রীদের।
মাইথোলজিক্যাল সাইন্স ফিকশন এবং থ্রিলারে ভরপুর প্রভাসের ‘কল্কি, ফার্স্ট শোতেই হাউসফুল
প্রথম শো রাখা হয়েছিল ভোর চারটের সময় ৷ আর ফার্স্ট শোতেই হাউসফুল প্রভাসের ‘কল্কি’ ৷ মাইথোলজিক্যাল সাইন্স ফিকশন ছবি থ্রিলারে ভরপুর ৷ সোশাল মিডিয়া এক্স হ্যান্ডেলে অনেক অনুরাগী আবার প্রেক্ষাগৃহে বসেই ছবি দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন ৷ ছবিতে ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন বিজয় দেবড়েকোন্ডা, ম্রুণাল ঠাকুর, দুলকার সলমন ৷ গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কাড়েন দিশা পাটানি, […]
মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সাহিল খান-এর ১ মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত
মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন ‘স্টাইল’ খ্যাত অভিনেতা সাহিল খান। জানা গিয়েছে, ছত্তিসগড় থেকে বলিউড অভিনেতা তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে মুম্বই পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। রবিবার তাঁকে শিন্ডেওয়াড়ি-দাদর আদালতে পেশ করা হয়েছিল। সেখানেই আগামী পয়লা মে অবধি সাহিল খানকে পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত তিন রাত জেলেই কাটাতে হবে অভিনেতা […]