মুক্তি পেল এম নাইট শ্যামালনের ‘ট্র্যাপ’-এর ট্রেলার

প্রকাশ্যে এল ভারতীয় বংশোদ্ভূত পরিচালক এম নাইট শ্যামালনের নতুন ছবি ‘ট্র্যাপ’-এর ট্রেলার। হলিউডে শ্যামালনের জনপ্রিয়তা আকাশছোঁয়া। ‘দ্য সিক্স সেন্স’ থেকে ‘গ্লাস’, ‘আনব্রেকেবেল’–শ্যামলন মানেই একেবারে ব্যতিক্রমী চমক। ‘ট্র্যাপ’-এর কাহিনিও একেবারে অন্য ধরনের। এক ব্যক্তি, তাঁর মেয়েকে নিয়ে যান একটি মিউজিক কনসার্টে। সেখানে গিয়ে সেই ব্যক্তির সঙ্গে ঘটতে থাকে অদ্ভূত ঘটনা। সে জানতে পারে এই কনসার্টে যোগদানের নামে এখানে উপস্থিত বহু দর্শকদের আসলে ফাঁদে বা ট্র্যাপে ফেলা হয়েছে। কী করে তারা উদ্ধার পাবে, আদৌও কি সেটা ফাঁদ? তা নিয়েই এই সাইকো থ্রিলার সিনেমা। আগামী ৯ অগাস্ট বিশ্বব্যাপি রিলিজ করবে এই সিনেমা।

error: Content is protected !!