কোচবিহারের মানুষ যোগ্য জবাব দিয়েছে বিজেপিকে। সন্ত্রাস আর অনুন্নয়নের ফলে লোকসভা নির্বাচনে হেরে গিয়েছেন অমিত শাহের ডেপুটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জয় হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়ার। তারপর ভেটাগুড়ির মানুষ দুর্নীতির অভিযোগে বিজেপির পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন আগেই। এবার তৃণমূলে যোগ দিলেন ওই গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান দীপক বর্মন-সহ ৯ জন সদস্য। শুক্রবার সকালে জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তাঁরা তৃণমূলে যোগ দেন। এর ফলে ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৫। তৃণমূলে যোগ দিয়ে দীপক বর্মন বলেন, বিজেপির পাপের বোঝা আর বইতে না পেরে উন্নয়নের সাক্ষী হতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেন, ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিকের নেতৃত্বে গুন্ডারাজ চলত। যাঁরা বিজেপিতে ছিলেন তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে এদিন তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন প্রধান যোগ না দিলেও আমরা তাঁকে বাধ্য করব পদত্যাগ করতে। জয়ী হতেই বিজেপির গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল ৷ ঘটনাটি ঘটেছে কোচবিহার লোকসভা কেন্দ্রে ৷ সেখানে নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের দখল নিল তৃণমূল । এই গ্রাম পঞ্চায়েত দু’টি বিজেপির দখলে ছিল ৷ শুক্রবার সকালে ভেটাগুড়ি-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান-সহ 10 জন পঞ্চায়েত সদস্য নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার হাত ধরে তৃণমূলে যোগ দেন ।
Related Posts
ডাক্তারদের ‘জাস্টিস’ আন্দোলনের জেরে ফের চিকিৎসা হয়রানি ও তার জেরে উঠল মৃত্যুর অভিযোগ, মৃত ২
বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ফের চিকিৎসা হয়রানি ও তার জেরে উঠল মৃত্যুর অভিযোগ। সেই সঙ্গে সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে না পেরে একটি দরিদ্র পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার ঘটনাও প্রকাশ্যে এল। চিকিৎসকদের ‘জাস্টিস’ আন্দোলনের জেরে পিতৃহারা হওয়ার যন্ত্রণায় ক্ষুব্ধ পরিবার। সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে না পেরে মৃত্যু হয়েছে হরিপালের সদানন্দ পালের (৬২)। কলকাতা মেডিক্যাল […]
দেড় লক্ষেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী, হার নিশ্চিত জেনে গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, উঠল জয় বাংলা স্লোগান
বসিরহাটে দেড় লক্ষেরও বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। হার নিশ্চিত জেনে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে গেলেন। উঠল জয় বাংলা স্লোগান। সব মিলিয়ে উত্তেজনা চরমে উঠল। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গাড়ি চেপে দ্রুত এলাকা থেকে চলে যান রেখা পাত্র। এবার প্রশ্ন রেখা কি সন্দেশখালিতে ফিরতে পারবেন?
লমেট মাথায় পরে বাইকে চড়ে ভোট পরিদর্শনে দেব
লমেট মাথায় বাইকে চড়ে ভোট পরিদর্শনে দেব। একজন দায়িত্ববান জনপ্রতিনিধির মত তৈরি করলেন উদাহরণ। দেবের কথায়, “জনপ্রতিনিধিকেই প্রথম নিয়মটা মানতে হবে। জনপ্রতিনিধি যদি উদাহরণ তৈরি করতে না পারে, তাহলে কী হবে।” বাইকে থেকে বুথে ঢোকামাত্র দেবকে ঘিরে সাধারণ মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। থের মধ্যে হুইলচেয়ারে বসে থাকা এক ভোটারকে দেখে তার কাছে গিয়ে কথা […]