সলমান খানের বাড়িতে গুলি চালনার মামলায় অভিযুক্তর লকআপেই আত্মহত্যা

বুধবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের লকআপেই আত্মহত্যা করে সলমান খানের বাড়িতে গুলি চালনার মামলায় অভিযুক্ত অনুজ থাপন। পুলিসের সূত্র অনুযায়ী অভিযুক্তকে তড়িঘড়ি জিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়,সেখানেই মৃত্যু হয় তার। সম্প্রতি পঞ্জাব থেকে গ্রেফতার করা হয় অনুজ থাপনকে। এর আগে গত ১৬ এপ্রিল গুজরাটের ভুজ থেকে দুজনকে গ্রেফতার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের পুলিস। ধৃতরা বিহারের বাসিন্দা। মুম্বই পুলিসের বিশেষ টিম গুজরাটে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। সেই দুই ধৃতদের নাম ভিকি গুপ্তা (২৪) ও সাগর পাল (২১)।

error: Content is protected !!