সকাল থেকেই দিল্লির মন্দির মার্গ পুলিশ স্টেশনে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সহ প্রতিনিধিরা। গতকাল বিকেল ৫’টা নাগাদ তাঁরা ধর্না অবস্থান শুরু করেন নির্বাচন কমিশনের সদর দফতরের বাইরে। কিন্তু, কিছুক্ষণ পরেই তাঁদের সেখান থেকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। আটকও করা হয়। তৃণমূলের অভিযোগ, তাঁদের সঙ্গে বলপূর্বক ধস্তাধস্তি করা হয়েছে, হেনস্থা করা হয়েছে মহিলা সাংসদদেরও। তারপরেই থানার বাইরে অবস্থান তাঁদের। মঙ্গলবার সকাল থেকেই থানার মধ্যে তাঁরা এই ধর্না অবস্থান শুরু করেন। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজভবনে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের ১১ জন প্রতিনিধি। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন, ‘‘দিল্লির ইসি’তে দাবি নিয়ে আমাদের প্রতিনিধি দল গিয়েছিল। দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এর কারিগর হল নির্বাচন কমিশন। আমাদের মহিলা সাংসদদের হেনস্থা করা হয়েছে। দোলা সেনকে অমানবিক ভাবে নিয়ে যাওয়া হয়েছে টেনে হিঁচড়ে,ডেরেককে চ্যাংদোলা করে নিয়ে গেছে।’’ তৃণমূল কংগ্রেস শিবিরের দাবি, তাঁদের এই শান্তিপূর্ণ অবস্থান চলবে।
Related Posts
এক টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ
ভারী বৃষ্টি হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে। ১২৮ টি রাস্তা বৃষ্টির জেরে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃষ্টির ফলে ধস এবং বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। হাওয়া অফিস হিমাচলে ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। বৃষ্টির সঙ্গে বাজও বাড়তি মাথাব্যাথার কারণ হয়েছে। নদীগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি হয়েছে নাহানে। সেখানে ১৬৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সান্ধোলে বৃষ্টি […]
সংবিধান হাতে সংসদ চত্বরে বিরোধীদের ধরনা
তৃতীয় মোদী সরকারের প্রথম সংসদ অধিবেশন। প্রথম দিনেই সক্রিয় বিরোধীরা। নয়া সংসদ ভবনে যখন একের পর এক বিজেপি সাংসদরা শপথ নিচ্ছেন। ঠিক তখনই সংসদ ভবন চত্ত্বরে সংবিধান হাতে বিক্ষোভে সামিল বিরোধীরা। ইন্ডিয়া জোটের সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাতে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা নয়া সংসদভবন […]
২০২১ সালের তথ্যপ্রযুক্তি সংশোধন আইনকে অসাংবিধানিক ঘোষণা বম্বে হাইকোর্টের
মানুষের অবাধে বক্তব্য পেশ করার অধিকার আছে। কিন্তু রাষ্ট্রই কেবল সত্যিটা জানে। এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব নয়। তথ্যপ্রযুক্তি আইন সংশোধন প্রসঙ্গে মন্তব্য বম্বে হাইকোর্টের । সেই সঙ্গে ২০২১ সালের তথ্যপ্রযুক্তি সংশোধন আইনকে অসাংবিধানিক ঘোষণা বিচারপতি অতুল চান্দুরকারের। তাঁর মতে, নাগরিকদের অবাধে বক্তব্য পেশ করা ও মনোভাব প্রকাশ করার অধিকার আছে। কিন্তু সত্য সম্পর্কে নয়। […]