মির্জাপুরে লোকসভা নির্বাচনের জন্য দায়িত্বে নিয়োজিত 7 হোমগার্ড জওয়ান সহ 13 জন নির্বাচনী কর্মীকে উচ্চ জ্বর এবং উচ্চ রক্তচাপের অভিযোগের পরে শুক্রবার মেডিকেল কলেজে মৃত ঘোষণা করা হয়েছিল। আরও ২৩ জন নির্বাচনী কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. তিনি বলেন, এই সব কর্মীর মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। মির্জাপুরের মা বিন্ধ্যবাসিনী অটোনোমাস স্টেট মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ রাজবাহাদুর কামাল পিটিআইকে জানিয়েছেন যে নিহতদের মধ্যে সাতজন হোমগার্ড সৈন্য, তিনজন স্যানিটেশন কর্মী, সিএমও অফিসে নিযুক্ত একজন কেরানি, একত্রীকরণ কর্মকর্তা এবং হোম গার্ড দলের একজন পিয়ন অন্তর্ভুক্ত। হয়। তিনি জানান, এসব রোগী যখন মেডিকেল কলেজে ভর্তি হন, তখন তারা উচ্চ জ্বর, উচ্চ রক্তচাপ ও সুগার বেড়ে যাওয়ার অভিযোগ করেন। ড. কামাল বলেন, “মৃত ১৩ জনের মধ্যে চারজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। এই চারজনের মধ্যে দুজন হোমগার্ড সৈনিক। মোট সাতজন হোমগার্ড সৈন্যের মধ্যে 20-25 মিনিটের মধ্যে হাসপাতালে আনার পর পাঁচজন মারা যান। মৃত হোম গার্ডদের বয়স 50-55 বছর, তিনি বলেছিলেন যে বর্তমানে 23 জন নির্বাচনী কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন, যার মধ্যে একজন পিএসি জওয়ান, একজন ফায়ার সার্ভিসের জওয়ান এবং একজন পুলিশ জওয়ান।
Related Posts
মন্তবের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দিল্লির আইনজীবীর
মমতার মন্তবের জেরে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন দিল্লির এক আইনজীবী। দিল্লির পুলিস কমিশনারের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন বিনীত জিন্দাল নামে সুপ্রিম কোর্টের ওই আইনজীবী। মমতার বিরুদ্ধে ১৫২, ১৯২, ১৯৬, ৩৫৩ ধারায় অভিযোগ এনেছেন বিনীত। বিনীত জিন্দাল বলেন, টিএমসির ছাত্র সংগঠনের সভায় ভাষণ দিতে গিয়ে বহু উস্কানিমূলক কথা বলেছেন। মমতার ওই বক্তব্য […]
মহারাষ্ট্রের রত্নগিরিতে নার্সিং ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করল পুলিশ
রত্নগিরিতে ১৯ বছর বয়সী নার্সিং ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করল মহারাষ্ট্র পুলিশ। তবে ধৃতদের পরিচয় জানানো হয়নি। জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যেই নির্যাতিতার জবানবন্দী রেকর্ড করেছে পুলিশ। এদিকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। জানা গিয়েছে, দেবরুখ থেকে অটোয় ফিরছিলেন তরুণী। অভিযোগ, সেই সময় জলে মাদক মিশিয়ে তাঁকে দেন অটোচালক। তা […]
জঙ্গি হামলায় জড়িত ধরতে পুলিশকে অভিযানের নির্দেশ মণিপুর সরকারের
জঙ্গি হামলায় ৪ জন নিহত ও ৯ জন আহত হওয়ার ঘটনায় মণিপুর সরকার রাজ্য পুলিশকে ইম্ফল পশ্চিম জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানোর নির্দেশ দিয়েছে ৷ রবিবারের হামলায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সেখানকার ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মণিপুরের কমিশনার (স্বরাষ্ট্র) এন অশোক কুমার ৷ এই নিয়ে ডিজিপিকে তিনি একটি চিঠি লিখেছেন ৷ সেখানে […]