হৃদরোগে আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

সূত্রের খবর, মাইল্ড হার্ট অ্যাটাকের শিকার অভিনেতা। ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়ের হার্টে ব্লকেজ মিলেছে, আপতত হাসপাতালে ভর্তি তিনি। জানা গেছে, মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা, সেখান থেকে দেরাদুনের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শুরুতে আইসিইউ-তে ভর্তি ছিলেন। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তাই জেনারেল বেডে দেওয়া হয়েছে। আপতত কিছু হাসপাতালেই থাকতে হবে তাঁকে। দিন তিনেক আগেই হাসপাতালে ভর্তি হন অভিনেতা। চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই।ঘনিষ্ঠ  ৭৭ বছর বয়সী অভিনেতার অসুস্থতার খবরে স্বাভাবিক ভাবেই বিচলিত ভক্তকূল। ২০২২ সালে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সেইসময়ও খুব বেশি জটিলতা ছিলেন না তাঁর শরীরে, তবে ওই বছর ভিক্টর বন্দ্যোপাধ্যায় পরপর কোভিড ও ডেঙ্গুতেও আক্রান্ত হন, সেইসময় ভর্তি ছিলেন হাসপাতালে। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। শিবপ্রসাদ-নন্দিতার রক্তবীজের হাত ধরে দীর্ঘদিন পর বাংলা ছবির পর্দায় ফিরেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। গত বছর পুজোয় মুক্তি পায় এই ছবি, যা বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি চরিত্রে দেখা মিলেছিল তাঁর। 

error: Content is protected !!