সূত্রের খবর, মাইল্ড হার্ট অ্যাটাকের শিকার অভিনেতা। ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়ের হার্টে ব্লকেজ মিলেছে, আপতত হাসপাতালে ভর্তি তিনি। জানা গেছে, মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন বর্ষীয়ান অভিনেতা, সেখান থেকে দেরাদুনের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শুরুতে আইসিইউ-তে ভর্তি ছিলেন। তবে এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল, তাই জেনারেল বেডে দেওয়া হয়েছে। আপতত কিছু হাসপাতালেই থাকতে হবে তাঁকে। দিন তিনেক আগেই হাসপাতালে ভর্তি হন অভিনেতা। চিকিৎসায় সাড়া দিয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই।ঘনিষ্ঠ ৭৭ বছর বয়সী অভিনেতার অসুস্থতার খবরে স্বাভাবিক ভাবেই বিচলিত ভক্তকূল। ২০২২ সালে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সেইসময়ও খুব বেশি জটিলতা ছিলেন না তাঁর শরীরে, তবে ওই বছর ভিক্টর বন্দ্যোপাধ্যায় পরপর কোভিড ও ডেঙ্গুতেও আক্রান্ত হন, সেইসময় ভর্তি ছিলেন হাসপাতালে। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। শিবপ্রসাদ-নন্দিতার রক্তবীজের হাত ধরে দীর্ঘদিন পর বাংলা ছবির পর্দায় ফিরেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। গত বছর পুজোয় মুক্তি পায় এই ছবি, যা বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি চরিত্রে দেখা মিলেছিল তাঁর।
Related Posts
সলমান খানের বাড়িতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে
সলমান খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় মঙ্গলবার গুজরাত থেকে দুই বন্দুকবাজকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম ভিকি সাহেব গুপ্ত এবং সাগর পাল। দু’জনেই আদতে বিহারের বাসিন্দা। সলমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত বলিউডের অন্য তারকারাও।মঙ্গলবার এই ঘটনায় দু’জন গ্রেফতার হতেই সলমানের ‘গ্যালাক্সি অ্যাপার্টেমন্টে’ পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অভিনেতার বাড়ি […]
জিমে শরীরচর্চা করতে গিয়েই হাঁটুতে চোট পেলেন অভিনেত্রী ক্রিস্টেল ডিসুজা
দুর্ঘটনার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টেল ডিসুজা৷ সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যা দেখে স্বভাবতই মন খারাপ ভক্তদের৷ ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী৷ হাঁটুতে বিভিন্ন যন্ত্রপাতি লাগানো৷ জিমে শরীরচর্চা করতে গিয়েই হাঁটুতে চোট পেয়েছেন অভিনেত্রী৷ অভিনেত্রীর আহত হওয়ার খবর শুনে সকল অনুরাগীরাই চিন্তিত হয়ে পড়েছেন৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, জিমে […]
মুক্তি পেল জিৎ-এর ‘বুমেরাং’-এর টিজার
ঈদে এসছিল জিৎ-এর আগামী ছবি ‘বুমেরাং’-এর ফার্স্ট লুক পোস্টার। আর নববর্ষের পূণ্যলগ্নে এল ছবির টিজার। সৌভিক কুন্ডি পরিচালিত এই ছবিতে সুপারস্টার জিৎ-এর সঙ্গে জুটিতে দেখা যাবে রুক্মিনী মৈত্রকে। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস, দেবচন্দ্রিমা সিংহ রায়, খরাজ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্যামল চক্রবর্তী প্রমুখ। ছবির শ্যুটিঙেই আনা হয়েছিল ফিউচারিস্টিক বাইক। শুধু বাইকই নয়, এই ছবিতে প্রথমবার […]