মাধ‍্যমিকের ফল প্রকাশ, মেধা তালিকায় এবার ৫৭ জন, পাশ হার ৮৬.৩১ শতাংশ

৮০ দিনের মাথায় ঘোষণা হল এ বছরের মাধ‍্যমিকের ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন। অর্থাৎ পুরুষ পরীক্ষার্থীর থেকে মহিলা পরীক্ষার্থীর পাশের হার বেশি। চলতি বছর মোট ৭৬৫২৫২ পরীক্ষর্থী পাশ করেছে। এই বছর মাধ‍্যমিকের পাশের হার ৮৬.৩১ শতাংশ।  ২০২৩ পরীক্ষার্থী ছিল ৬,৮২,৩২১ জন। এর মধ্যে পাশ করেছে ৫,৬৫,৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ। গত বছর জেলাভিত্তিক পাশের হারের নিরিখে ‘টপার’ হয়েছিল পূর্ব মেদিনীপুর। পাশের হার ছিল ৯৬.৮১ শতাংশ। ৯৪.১৩ শতাংশ পড়ুয়া পাশ করেছিল কালিম্পং। এই জেলা ছিল দ্বিতীয় স্থানে। এবং তিনে ছিল কলকাতা। পাশের হার ছিল ৯৩.৭৫ শতাংশ। মেধা তালিকায় এবার ৫৭ জন। মাধ্যমিক পরীক্ষায় ৪৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল। পাশের হারে সর্বোচ্চ কালিম্পং জেলায়। পাশের হার ৯৬.২৬ শতাংশ। মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, প্রাপ্ত নম্বর ৬৯২।মাধ্যমিকে পাসের হারে দ্বিতীয় স্থাণে আছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থাণ দখল করেছে কলকাতা। ১-১০ ব়্যাঙ্কের মধ্যে রয়েছে ৫৭ জন। তৃতীয় স্থাণে আছে মোট ৩ জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ. স্কুলের পুষ্পিতা বাসুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নৈরিক রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়।চতু্র্থ স্থানাধিকাকী তপজ্যোতি মণ্ডল হুগলীর কামারপুকুর রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুলের ছাত্র। পঞ্চম স্থাণ দখল করেছে পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদ্বীপ বসাক।  ষষ্ঠ স্থাণে আছে মোট ৪জন। কৃষাণু সাহা- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের ছাত্র, মহম্মদ সাবউদ্দিন আলি- মালদার পড়ুয়া, কৌস্তভ সাহু- পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজিয়েট হাইস্কুলের ছাত্র, অলিভ গায়েন- দক্ষিণ ২৪- নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র।

error: Content is protected !!