ফের কেরজিওয়ালের নয়া ফন্দি। সুপ্রিম কোর্টে নিজের জামিনের মেয়াদ আরও সাতদিন বাড়ানোর আবেদন করল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, তিহার জেল কর্তৃপক্ষের অবহেলার শিকার তিনি। ফলে শারীরিকভাবে তিনি বেশ খানিকটা দুর্বল। প্রসঙ্গত আবগারি কেলেঙ্কারি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা। এরপর ভোটের প্রচারের জন্য ১ জুন পর্যন্ত অন্তবর্তী জামিন পান দিল্লির মুখ্যমন্ত্রী। তবে ২ জুনের মধ্যে কেজরিকে ফের তিহার জেলে ফেরত যেতে হবে বলেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে কেজরির আইনি পরামর্শদাতারা জানিয়েছেন তাঁর ডায়বেটিসের মাত্রা অনেকটা বেশি। এরফলে তাঁর রক্তে গ্লুকোজের পরিমান ওঠানামা করছে। তিহার জেলে সঠিকভাবে তাঁর যত্ন হচ্ছে না বলে দাবি করেছেন কেজরিওয়ালের আইনজীবীও। প্রসঙ্গত, জেল হেফাজতে থাকাকালীন কেজরির প্রায় সাত কেজি ওজন কমেছে। ফলে কেজরির এই নয়া আবেদন শীর্ষ আদালত কতটা গ্রাহ্য করে সেটাই এবার দেখার।
Related Posts
ছত্তিশগড়ে গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা, মৃত্যু হল ৩ শিশু ও ৫ মহিলার, আহত ২৩
গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা ৷ নিমিষে প্রাণ গেল ৮ জনের ৷ মৃতের মধ্যে রয়েছেন ৫ মহিলা ও ৩ শিশু ৷ ছত্তিশগড়ের বেমেতারা জেলার কাথিয়া গ্রামের একটি পেট্রল পাম্পের কাছে গতকাল রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে থাকা আরও ২৩ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বেমেতারা জেলা হাসপাতাল, সিমগা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয় ৷ পরে […]
১৮ জুনের UGC-NET পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠতেই বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক
১৮ জুন হওয়া ইউজিসি নেট পরীক্ষাকে বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে৷ গতকাল, ১৮ জুন দেশজুড়ে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল৷ […]
ছত্তিশগড়ে ডাম্পার উলটে মৃত ১৯, আহত ৪
ছত্তিশগড়ে তেঁতুল পাতা নিয়ে ফেরার সময় ২০ ফুট খাদে উলটে গেল ডাম্পার ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের ৷ আহত হয়েছেন 8 জন ৷ নিহতদের মধ্যে রয়েছেন ১৭ জন মহিলাও ৷ জানা গিয়েছে, ওই ডাম্পারে মোট ২৫ জন আদিবাসী যাত্রী ছিলেন ৷ তাঁরা সকলে বাইগা আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাওয়ার্ধার […]