লোকসভা নির্বাচনের মধ্যেই হরিয়ানায় বড়সড়় ধাক্কা খেল বিজেপি৷ হরিয়ানার বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন তিন নির্দল বিধায়ক৷ ফলে এই মুহূর্তে হরিয়ানার নায়েব সিং সাইনির সরকার সংখ্যগরিষ্ঠতা হারাল৷ ওই তিন নির্দল বিধায়কই জানিয়েছেন, তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন৷ এই পরিস্থিতিতে অবিলম্বে হরিয়ানার বিধানসভা ভেঙে দিয়ে ভোট করানোর দাবি তুলেছে কংগ্রেস৷ ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বর্তমানে ৮৮ জন বিধায়ক রয়েছেন৷ তার মধ্যে বিজেপির বিধায়খ সংখ্যা ৪০৷ হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের দাবি, ‘এর আগে জেজেপি বিজেপি সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছিল৷ এবার তিন নির্দল বিধায়কও তাই করলেন৷ মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির অবিলম্বে পদত্যাগ করা উচিত৷’ ওই তিন নির্দল বিধায়কের নাম সোমবীর সাঙ্গওয়ান, রণধীর গোলেন এবং ধর্মপাল গোনদার৷ তাঁদের দাবি, কৃষকদের দাবি সহ বেশ কয়েকটি ইস্যুতে তাঁরা বিজেপির সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে কংগ্রেসের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের উপস্থিতিতেই এ দিন রোহতকের একটি হোটেলে এই ঘোষণা করেন তিন নির্দল বিধায়ক৷ ঘটনায় স্বভাবতই চাপে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ এখনও এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি কংগ্রেসকে কটাক্ষ করে শুধু বলেন, ‘সবাই মনের আকাঙ্খা পুরণ করতে চায়৷ কংগ্রেসও তাই করছে৷ ওরা মানুষের জন্য কিছু করে না, শুধু নিজেদের স্বার্থপূরণ করে৷’
Related Posts
ঝাড়খণ্ডে কুয়ো খুঁড়তে গিয়ে মর্মান্তিক ঘটনা, মাটি চাপা পড়ে মৃত্যু ৪
মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্টের (এমজিএনআরইজিএ) অধীনে একটি কূপ খনন করার সময় ধসে পড়ল মাটি। তার নিচে চাপা পড়ে মৃত্যু হল ৪ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লোহারদাগার সেনহা থানার অন্তর্গত ছিতারি আম্বা টলি গ্রামে। সেখানে সেচের জন্য কূপ খনন করা হচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম হল- আবু […]
৬ মাস জেলবন্দি থাকার পর স্বস্তি, সুপ্রিমকোর্টে জামিন পেলেন আপ নেতা সঞ্জয় সিং
লোকসভা নির্বাচনের আগে জামিন মঞ্জুর আপ নেতা সঞ্জয় সিংয়ের ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি’র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি ৷ প্রায় 6 মাস তিনি দুর্নীতি মামলায় জেলবন্দি ছিলেন ৷ উল্লেখ্য, এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সঞ্জয় সিংয়ের জামিনের বিরোধিতা করা হয়নি ৷ সঞ্জয় সিংয়ের জামিন […]
বাজেটে ধর্মীয় পর্যটনে গুরুত্ব, বিষ্ণুপদ-মহাবোধি মন্দিরে তৈরি হবে করিডর
একাধিক প্রকল্প ঘোষণার পাশাপাশি পর্যটনের প্রচারের ওপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশেষ করে মন্দির সংলগ্ন শহরগুলিতে পর্যটনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাজেটে। উত্তর প্রদেশের বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির করিডরের আদলে বিষ্ণুপদ মন্দির করিডর এবং মহাবোধি মন্দির করিডর তৈরি করা হবে বলে এদিন বাজেটে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় সরকার এই মন্দির শহরগুলিকে বিশ্বমানের পর্যটন হাব […]