আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। তবে ঘটনার ১৪ দিন পেরিয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ছাড়া দ্বিতীয় কেউ এই ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হয়নি। বর্তমানে ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু, সেভাবে অগ্রগতি দেখতে না পেয়ে হতাশা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা-মা। তারা তদন্তকারী সংস্থার কাছে দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করার আর্জি জানিয়েছেন। একইসঙ্গে, নিজেদের সুবিধার জন্য কেউ যেন তাঁদের মেয়েকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সে বিষয়েও অনুরোধ জানিয়েছেন নির্যাতিতরা বাবা-মা। সিবিআই তদন্ত নিয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘১৪ দিন পেরিয়ে গিয়েছে। আমরা এখন ধৈর্য হারাচ্ছি। সিবিআইকে আরও সক্রিয় হতে হবে। সিবিআই-এর প্রতি মানুষের আস্থা আছে এবং আমরাও তাদের বিশ্বাস করি। কিন্তু, তারা এখনও পর্যন্ত মামলার সমাধান করতে পারেনি। তাদের দ্রুত মামলার সমাধান করা উচিত।’ নির্যাতিতার মা বলেন, ‘প্রতিটি দিন এখন আমাদের কাছে খুব কঠিন হয়ে যাচ্ছে। প্রতিটা দিনই আমাদের কাছে এক বছরের মতো মনে হচ্ছে। আমাদের সিবিআই-এর ওপর আস্থা আছে। কিন্তু, ধৈর্য হারানোর আগে দোষীদের খুঁজে বের করতে হবে।’ নির্যাতিতার বাবার এও জানান, তারা পলিগ্রাফ পরীক্ষার মতো বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে। তিনি জানান, ‘আমরা প্রায় ৬ ঘণ্টা ধরে সিবিআইয়ের সঙ্গে কথা বলেছি। আমরা যা জানি তা তাদের বলেছি।’ এদিকে, নির্যাতিতাকে নিয়ে সোশ্যাল মাধ্যমে অনেক ভুয়ো পোস্ট হচ্ছে। তা নিয়ে তাঁরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ করার পাশাপাশি সমাজ মাধ্যমে অবমাননাকর মন্তব্য এবং অনুপযুক্ত ছবি প্রচার বন্ধ করার আবেদন জানিয়েছেন। নির্যাতিতার বাবার আর্জি, ’অনুগ্রহ করে ওকে কারও ব্যবসার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না।’ এর আগেও মেয়ের ছবি পোস্ট না করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। তারপর অনেকেই সোশ্যাল মিডিয়া থেকে এই ধরনের পোস্ট মুছে ফেলেছে বলে তিনি জানান। নির্যাতিতার ধর্ষণের জড়িত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন।
Related Posts
‘সোমবারের মধ্যে মমতা পদত্যাগ না করলে, মঙ্গলবারে গুলি চললে তার দায় ওঁর,’ হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
আরজি কর কাণ্ডে প্রতিবাদে উত্তাল গোটা রাজ্যে। ‘সোমবারের মধ্যে পদত্যাগ করুন, না হলে মঙ্গলবার গুলি চললে, তার দায় মমতাকে নিতে হবে’, বললেন শুভেন্দু অধিকারী। তাঁর মতে, ‘পুলিশমন্ত্রী ব্যর্থ। লাজলজ্জা নেই’। আজ, বুধবার থেকে পাঁচ দিন শ্যামবাজারে ধরনা কর্মসূচি ঘোষণা করেছে গেরুয়াশিবির। ধরনামঞ্চে তো ছিলেনই, এদিন খোলা হাওয়ার ব্য়ানারে একটি মিছিলেও অংশ নেন শুভেন্দু। ডোরিনা ক্রসিংয়ে […]
বিদ্যুৎ বিভ্রাটের জেরে ফের ব্যাহত মেট্রো পরিষেবা
মেট্রোয় ফের বিদ্যুৎ বিভ্রাট। আজ, বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ এসপ্লানেড থেকে ময়দান এই দুটি স্টেশনের মাঝে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ পরিষেবা ব্যাহত হয়। প্রায় ৫০ মিনিট বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে দ্রুত মেরামতি করে ৯টা নাগাদ পরিষেবা স্বাভাবিক করা হয়। মেট্রোর তরফে জানানো হয়েছে, এই ঘটনার জেরে কোনও মেট্রোই […]
ফের বৈঠকে বসতে চেয়ে রাজ্যের মুখ্যসচিবকে ইমেল আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের
রাজ্য সরকারের সঙ্গে আরও আলোচনা প্রয়োজন বলে বুধবার সকালেই মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করলেন জুনিয়র ডাক্তারেরা। সেই ইমেলে তাঁরা উল্লেখ করেছেন, তাঁদের দাবির কয়েকটি জায়গা এখনও সমাধান হয়নি। সেই দাবি সমাধানের আশাতেই ইমেল করলেন আন্দোলনকারীরা। রাজ্য সরকারের তরফে উত্তরের আশায় তাঁরা। তবে এখনই উঠছে না কর্মবিরতি। আন্দোলনকারীদের পাঠানো ইমেলে মূলত দুটি বিষয়ের উপর জোর দেওয়া […]