এবার কাশ্মীর নির্বাচনে আসন নিয়ে কাটল জোটের জট। শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠকের পর ন্যাশানাল কনফারেন্স আর কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা হয়ে গেল। সোমবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার সময়সীমা শেষের মুখে ফারুখ এবং ওমর আবদুল্লার সঙ্গে বৈঠকে করেন কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল এবং সলমন খুরশিদ। অবশেষে সেই বৈঠকে দু’পক্ষ এক মেরুতে এল। কটি করে আসনে লড়ছে দুই দল? এই প্রশ্ন এখন ভূস্বর্গের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর প্রথমবার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে জম্মু–কাশ্মীরে। তবে এই নির্বাচনে চাপে আছে বিজেপি। এদিকে পাঁচটি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে জানিয়ে দিয়েছেন সালেম পন্ডিত। তবে এবার আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স (এনসি)। তারই মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রের শাসকদল বিজেপিকে। সোমবার কেন্দ্রশাসিত এই অঞ্চলের ৯০টি আসনের মধ্যে ৪৪টিতে প্রার্থী ঘোষণা করে বিজেপি। কিন্তু তারপরই সেই তালিকা প্রত্যাহার করে নেয়। তারপর আবার সামনে চলে আসে নতুন প্রার্থী তালিকা। তবে প্রার্থীর সংখ্যা তখন কমে হয় ১৫। ইন্ডিয়া জোটে থাকা এই দুই দল এখন বিজেপিকে এখানে হারাতে মরিয়া। তাই হাতে হাত রেখেছে এনসি।
Related Posts
‘সব মিথ্যা’, হিন্ডেনবার্গের দাবি অস্বীকার করলেন সেবি প্রধান মাধবী বুচ
হিন্ডেনবার্গের বিস্ফোরক দাবি উড়িয়ে দিলেন সেবি চেয়ারপার্সন। রতে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার স্বশাসিত ও নিরপেক্ষ ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে মার্কিন সংস্থা। হিন্ডেনবার্গ রিসার্চ জানিয়েছে, সেবির বর্তমান চেয়ারপার্সন মাধবী বুচ এবং তাঁর স্বামীর আদানির অফশোর কোম্পানিতে অংশীদারিত্ব রয়েছে। যদিও সেই দাবি সাফ নাকচ করে দিয়েছেন তাঁরা। দেশজুড়ে চলা তোলপাড় এবং […]
সুপ্রিমকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে জয়ী কপিল সিব্বাল
রাজ্যসভার সাংসদ এবং সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন, এই পদটি তিনি গত তিন দশকে তিনবার অধিষ্ঠিত হয়েছেন। ৭৫ বছর বয়সী প্রবীণ আইনজীবী, যিনি গত বছর বারে ৫০ বছর পূর্ণ করেছিলেন, তিনি SCBA-এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট প্রদীপ রাইকে পরাজিত করেছিলেন। সূত্র জানায়, ভোটার তালিকায় ২৮৫০ সদস্যের নির্বাচনে মোট […]
পশ্চিমবঙ্গ, হরিয়ানা, উত্তরাখণ্ডে CAA-এর অধীনে নাগরিকত্ব দেওয়া শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
এবার পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব দিতে শুরু করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় পশ্চিমবঙ্গ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির কমিটির মাধ্যমে সেই কাজটা করা হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের আবেদনকারীদের নাগরিকত্ব প্রদান করা […]