৬ মাস জেলবন্দি থাকার পর স্বস্তি, সুপ্রিমকোর্টে জামিন পেলেন আপ নেতা সঞ্জয় সিং

লোকসভা নির্বাচনের আগে জামিন মঞ্জুর আপ নেতা সঞ্জয় সিংয়ের ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেছে ৷ দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইডি’র হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি ৷ প্রায় 6 মাস তিনি দুর্নীতি মামলায় জেলবন্দি ছিলেন ৷ উল্লেখ্য, এদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে সঞ্জয় সিংয়ের জামিনের বিরোধিতা করা হয়নি ৷ সঞ্জয় সিংয়ের জামিন মামলায় ইডির হয়ে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু ৷ তিনি আদালতে বলেন, “যদি, সিংকে জামিনে মুক্তি দেওয়া হয়, তাহলে এজেন্সির কোনও আপত্তি নেই ৷” বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি পিবি ভারালের বেঞ্চ এদিন সঞ্জয় সিংয়ের জামিন মঞ্জুর করে ৷ পাশাপাশি, শীর্ষ আদালত এও জানিয়ে দিয়েছে যে, জামিনের শর্তাবলী এই মামলার শুনানি যে আদালতে হচ্ছে, সেখানেই নির্ধারণ করা হবে ৷ এদিন সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, ইডি যে ছাড়গুলি দিয়েছে, তা চূড়ান্ত হিসেবে কখনই মানা হবে না ৷ তাই সঞ্জয় সিং তাঁর রাজনৈতিক কার্যকলাপ জারি রাখতে পারবেন ৷ তবে, এই মামলা নিয়ে সঞ্জয় সিং প্রকাশ্যে কোনও মন্তব্য করতে পারবেন না বলে স্পষ্ট করে দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ ৷ উল্লেখ্য, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে 2023 সালের 4 অক্টোবর দিল্লি আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!