আগে তিন দফায় ২১টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল রাজ্য বামফ্রন্ট। লোকসভা নির্বাচনে আরও দুই প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। শুক্রবার ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন আরামবাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিপিএমের বিপ্লবকুমার মৈত্র এবং ঝাড়গ্রাম থেকে সোনামনি টুডু। এই দুই প্রার্থীই নতুন বলে তিনি জানান। একইসঙ্গে তিনি বলেন, আগামী ৩১ মার্চের মধ্যেই বাকি সমস্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। প্রশ্ন উঠেছে সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করতে এত সময় লাগছে কেন? এর উত্তরে ফ্রন্টের তরফে জানানো হয়েছে বৃহত্তর মঞ্চ তৈরির চেষ্টা চলছে। বাকি আসনগুলি নিয়ে আলাপ আলোচনা চলছে। রাজ্যে লোকসভা নির্বাচনের সঙ্গে কয়েকটি আসনে উপনির্বাচন হতে চলেছে। বিজেপি এবং তৃণমূলের তরফে প্রার্থী ঘোষণা হলেও বামেরা এখনও প্রার্থী ঘোষণা করেনি।
Related Posts
আরজি কর হাসপাতালের ঘটনায় এসিপি নর্থ–কে অপসারণ, কড়া সিদ্ধান্ত পুলিশ কমিশনারের
মহিলা চিকিত্সককে ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদ চলছে আরজি কর হাসপাতাল চত্বরে। এই আবহেই আজ, রবিবার হাসপাতালে গেলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। যে সেমিনার হলে ঘটনাটি ঘটেছে সেখানে পৌঁছলেন তিনি। নগরপালের সঙ্গেই ঘটনাস্থলে এলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। হাসপাতালের জরুরি বিভাগ এবং সেমিনার হল পরিদর্শন করলেন নগরপাল। আরজিকর কাণ্ডের জেরে এবার পড়ুয়াদের দাবি মেনে এসিপি নর্থ […]
সুপ্রিমকোর্টের নির্দেশ এবং রাজ্য সরকার ৯৯ শতাংশ দাবি মানলেও, কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা, মাঝরাত পেরিয়ে ঘোষণা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাদের ৯৯ শতাংশ দাবি মানলেও এবং সুপ্রিমকোর্ট বার্তার পরে কর্মবিরতি উঠল না। দুপুর থেকে দফায় দফায় বৈঠক, আর তারপর রাতে ‘জিবি’ বৈঠক। জিবি বৈঠক শেষে মাঝরাত পেরিয়ে ঘোষণা। আশা-অপেক্ষাই সার। কাজে না ফেরার সিদ্ধান্তেই অনড় থেকে গেলেন আন্দোলনকারী ডাক্তার-পড়ুয়ারা। ভোগান্তি অব্যাহত আম জনতার। দীর্ঘ বৈঠকের পর সাংবাদিকদের তাঁরা জানালেন, অবস্থান চলবে। স্বাস্থ্যসচিবের […]
মিঠুন চক্রবর্তীর ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, উঠল চোর চোর স্লোগান
শেষ দফার ভোটে বেলগাছিয়ার বুথে ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। আর সেখানেই চড়ল উত্তেজনার পারদ। অভিযোগ, বিজেপি নেতা মিঠুনকে ঘিরে চোর স্লোগান দিতে থাকে। বিক্ষোভও শুরু হয়। মিঠুন লাইনে দাঁড়িয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ তোলে তৃণমূল। যদিও মহাগুরু সেই অভিযোগ অস্বীকার করেন। কলকাতা উত্তর কেন্দ্রের বেলগাছিয়ার দত্তবাগান ২২ নম্বর এলাকার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।