মুক্তি পেল শিরশা গুহ ঠাকুরতা পরিচালিত ‘দো অর দো পেয়ার’ ছবির প্রথম অফিসিয়াল ট্রেলার। এই ছবিতে অভিনয় করেছেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী, ইলিয়ানা ডি’ক্রুজ এবং সেনধিল রামামূর্তি। গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রালার মুক্তির খবর জানিয়েছিলেন বিদ্যা। ট্রেলারের শুরুতেই প্রতীক গান্ধী এবং বিদ্যা বালানের চরিত্রগুলির মধ্যে উত্তপ্ত লড়াই হতে দেখা যায়। তারপরে তাদের যথাক্রমে ইলিয়ানা ডি’ক্রুজ এবং সেনধিল রামামূর্তি চরিত্রগুলির সাথে একে অপরের সাথে প্রতারণা করতে দেখা যায়। কিন্তু এরপরেই আবার প্রতীক এবং বিদ্যাকে একে অপরের কাছাকাছি আসতে দেখা যায়। শেষমেশ তাদের সম্পর্ক কোনদিকে যাবে? তার জন্য অপেক্ষা করতে হবে ১৯ এপ্রিল পর্যন্ত। কারণ ওই দিনই ছবিটি মুক্তি পেতে চলেছে।
Related Posts
শুটিং শুরু বরুণ-জাহ্নবীর ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’-র
আবারও একবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কাপুর । ‘বাওয়াল’-এর পর তাঁদের দ্বিতীয় ছবির নাম আগেই ঘোষণা করেছিলেন প্রযোজক করণ জোহর। ছবির নাম “সানি সংস্কারী কি তুলসি কুমারী’। শুরু হয়েছে এই ছবির শুটিং। ছবিতে বরুণ, জাহ্নবী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে রোহিত সুরেশ সরফ, অক্ষয় ওবেরয়, মণীশ পাল-সহ আরও অভিনেতা-অভিনেত্রীদের।
‘ওডেলা ২’-এর দ্বিতীয় শিডিউলের শুটিং শুরু হয়েছে
তামান্না ভাটিয়ার আসন্ন ছবি ‘ওডেলা ২’-এর জন্য শিরোনামে রয়েছেন। মার্চ মাস থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে। ‘ওডেলা ২’ ক্রাইম-থ্রিলার ফিল্ম ”ওডেলা রেলওয়ে স্টেশন’-এর দ্বিতীয় অংশ। এর প্রথম অংশটি ২০২২ সালে প্রকাশিত হয়েছিল। এখন এই ছবিটি সম্পর্কে একটি নতুন আপডেট এসেছে। ‘ওডেলা ২’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে তামান্না ভাটিয়াকে। শুক্রবার, ছবিটির নির্মাতারা এর শুটিং সম্পর্কিত […]
ফের বিয়ের পিঁড়িতে রুপাঞ্জনা, সকাল থেকে শুরু অনুষ্ঠান
আবার বিয়ের পিঁড়িতে রূপাঞ্জনা মিত্র। অভিনেত্রীর সাড়ে ছ’বছরের প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে শুক্রবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। সকাল থেকেই শুরু হয়েছে বিয়ের নানান আচার অনুষ্ঠান। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল তাঁদের আইবুড়ো ভাত ছিল। ছেলে রিয়ানও ছিল সেই অনুষ্ঠানে। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বিয়ের নানান রীতি। একদম সকাল সকাল সেরেছেন নান্দীমুখের (বৃদ্ধি) অনুষ্ঠান। নান্দীমুখে […]