লোকসভা নির্বাচনের ঠিক আগে তামিলনাড়ুতে নগদ টাকা উদ্ধার। তাম্বারম স্টেশনে ট্রেন থেকে চার কোটি টাকা বাজেয়াপ্ত করল রাজ্যের ফ্লাইং স্কোয়াড। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তিনজনের কাছে এত পরিমাণ নগদ টাকা নিয়ে যাওয়ার কোনও নথিপত্র ছিল না। ধৃতদের মধ্যে একজন সক্রিয় বিজেপি কর্মী। ওই বিজেপি কর্মীর নাম সতীশ। তাঁর নিজের হোটেলের ব্যবসা। সতীশ ছাড়াও তাঁর ভাই নবীন এবং তাঁদের গাড়িচালককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেছেন, তিরুনেলভেলির বিজেপি প্রার্থী নাইনার নগেন্দ্রনের অনুগামীদের নির্দেশেই তাঁরা ওই টাকা নিয়ে যাচ্ছিলেন। টাকা উদ্ধারের পরই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। নগেন্দ্রনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য নির্বাচন দপ্তরের দ্বারস্থ হয়েছে তারা।শনিবার রাতে ফ্লাইং স্কোয়াড খবর পায়, তিনজন ব্যক্তি টাকা নিয়ে এগমোর স্টেশন থেকে তিরুনেলভেলি যাওয়ার জন্য নেল্লাই এক্সপ্রেসে চেপেছে। তাদের কাছে সাত-আটটি ব্যাগ রয়েছে। এরপরই স্কোয়াডের সদস্যরা। রাত নটা নাগাদ তাম্বারাম স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর এসি টু-টিয়ার কামরায় তল্লাশি চালায়। সেখানেই ৫০০ টাকার নোট ভর্তি ব্যাগগুলি উদ্ধার হয়। আটক করা হয় তিনজনকে। রাজ্য নির্বাচনী আধিকারিক (সিইও) জানিয়েছেন, এই ঘটনায় আয়কর দপ্তর বিশদে তদন্ত শুরু করেছে।ডিএমকের অভিযোগ, নির্বাচনের আগে ভোটারদের দেওয়ার জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। বিজেপি প্রার্থী নগেন্দ্রন বিলি করার জন্য আরও কয়েক কোটি টাকা লুকিয়ে রেখেছেন বলেও কমিশনে অভিযোগ করেছেন ডিএমকের নেতা আর এস ভারতী। তিরুনেলভেলির বিজেপি প্রার্থীর বাড়িতে তল্লাশি চালানোর দাবিও জানিয়েছেন তিনি। যদিও নগেন্দ্রনের দাবি, বাজেয়াপ্ত হওয়া টাকার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
Related Posts
মহারাষ্ট্রের জঙ্গল থেকে শিকলবন্দি অবস্থায় মার্কিন মহিলা উদ্ধার করল পুলিশ
স্থানীয় বাসিন্দা এদিন জঙ্গলে গিয়ে ওই মহিলাকে প্রথম দেখতে পায়। তারপর তাঁরাই পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেখতে পায় অসুস্থ মহিলার জলে ভিজে পড়ে রয়েছে। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে ওরোস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীকালে স্বাস্থ্যের অবনতি হওয়ায় গোয়ায় স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলাকে বেশ অনেকদিন ধরেই শিকলবন্দি করে রাখা হয়ছিল তাই তাঁর […]
হরিয়ানায় কাপড়ের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে উপস্থিত দমকলের ১৫টি গাড়ি
হরিয়ানার পানিপথের ২৯ নম্বর সেক্টরে অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল বাহিনীর একাধিক গাড়ি উপস্থিত রয়েছে। এদিকে, পুলিশও তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।বুধবার ২৯ নম্বর পার্ট-২ নম্বর সেক্টরে অবস্থিত একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্মীরা আগুনের খবর ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন […]
এজেন্সির অপব্যবহার রুখতে কমিশনের হস্তক্ষেপ চেয়ে তৃণমূলের ধরনা, ডেরেকদের আটক করল দিল্লি পুলিশ
দিল্লি পুলিশের হাতে আটক তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিনিধি দল। NIA-এর অপব্যবহারের অভিযোগে দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনায় বসেছিল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। সেখানে পুলিশ এসে তাঁদের তুলে দেওয়ার চেষ্টা করে। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনদের ঘটনাস্থল থেকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে। শান্তনু […]