কেন্দ্রীয় সরকার সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ লাগু হওয়ার পর প্রথমবার বাংলায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ এসেই তিনি সিএএ ইস্যুতে সরাসরি তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷ কেন মমতা সিএএ-র বিরুদ্ধে সরব, সেই ব্যাখ্য়াও দিলেন তিনি ৷ বললেন, ‘‘অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক ৷’’বুধবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নির্বাচনী জনসভা করেন অমিত শাহ ৷ বালুরঘাটের সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ওই কেন্দ্রের প্রার্থী ৷ তাঁর সমর্থনে সভা দিয়েই বাংলায় এ দিন নির্বাচনী প্রচার শুরু করলেন অমিত শাহ ৷ সেখানে সিএএ নিয়ে সরাসরি সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ তবে সিএএ প্রসঙ্গে নিজের বক্তব্য জানানোর আগেই অনুপ্রবেশের বিষয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷তিনি বলেন, ‘‘অনুপ্রবেশকারীরাই মমতার ভোটব্যাংক ৷ তাই মমতা অনুপ্রবেশ বন্ধ করবেন না ৷ অনুপ্রবেশ একমাত্র মোদিজি বন্ধ করতে পারেন ৷’’ কেন বিজেপি বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুপ্রবেশ বন্ধ করতে পারেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন অমিত শাহ ৷ উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন অসমের কথা ৷ তাঁর দাবি, ওই রাজ্যে বিজেপির সরকার তৈরি হওয়ার পর থেকে অনুপ্রবেশ একেবারেই বন্ধ হয়ে গিয়েছে ৷শাহের বক্তব্য, তাই বাংলাতেও অনুপ্রবেশ বন্ধ করার জন্য বিজেপির সরকার প্রয়োজন ৷ পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে 30-এর বেশি আসনে জয়ী করতে হবে ৷ তিনি বলেন, ‘‘তিরিশের বেশি আসন দিন ৷ বাংলায় বিজেপির সরকার করে দিন ৷ একটা পাখিও প্রবেশ করতে পারবে না ৷’’এর পর রামমন্দির, সংবিধানের ধারা 370 এর অবলুপ্তি-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে সরব হওয়ার পর সিএএ প্রসঙ্গ তোলেন অমিত শাহ ৷ তাঁর দাবি, সিএএ নিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সিএএ অনুযায়ী আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে বলে মমতা যে দাবি করছেন, তাও খারিজ করে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বলেন, ‘‘নির্ভয়ে আবেদন করুন ৷ কারও বিরুদ্ধে কোনও মামলা হবে না ৷’’এর পর সিএএ নিয়ে আরও একবার তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ৷ তাঁর হুঁশিয়ারি, বাংলায় কোনোভাবেই সিএএ বলবৎ হওয়া আটকাতে পারবেন না মমতা ৷ তিনি প্রশ্ন তোলেন, প্রতিবেশী দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া নিয়ে মমতার এত সসম্যা কেন ? পাশাপাশি অভিযোগ করেন যে বাংলায় তৃণমূল রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে ৷
Related Posts
১৫ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি
১৫ জুন থেকে তিন মাসের জন্য ডুয়ার্সের জঙ্গলগুলিতে বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি। ১৫ সেপ্টেম্বর ফের জঙ্গল খুলে যাবে। রবিবার একথা জানিয়েছেন গোরুমারা উদ্যানের বুধুরাম বিটের বিট অফিসার সুরজিৎ ওরাওঁ। বনদপ্তর জানিয়েছে, বর্ষার মরশুম শুরু হচ্ছে। এই সময় বন্য-জন্তুদের প্রজননের সময়। তাই প্রতি বছরই এই সময় জঙ্গলে সাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সুরজিৎ ওরাওঁ […]
দেওঘরে ভেঙে পড়ল বহুতল, মৃত ৩, আহত ৫
ঝাড়খণ্ডের নগর থানা এলাকায় ধসে পড়ল সীতা হোটেলের বহুতল ভবনটি ৷ ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া লোকজনকে দ্রুত উদ্ধারের কাজও চলছে। সকাল থেকেই উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ-এর দল। জানা গিয়েছে, এই বহুতলটি সীতাকান্ত ঝা নামে এক ব্যক্তির। তিনতলা এই বাড়িটিতে অনেকেই ভাড়া থাকছিলেন ৷ গত […]
এবার বেলদায় মালগাড়িতে আগুন
বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল উড়িষ্যা গামী মাল গাড়ি। সূত্রের খবর অনুযায়ী, খড়্গপুর থেকে উড়িষ্যা গামী একটি চলন্ত মালগাড়িতে আগুন লেগে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেশনের কাছে। সূত্রের খবর অনুযায়ী, চলন্ত মালগাড়ির একটি ডাব্বাতে আগুন লেগে যায়। সেই আগুন দেখতে পায় ওই মালগাড়ির চালক। আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ব্রেক […]