রাজ্যে নির্বাচনী প্রচারে এসে আসানসোল কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলেন শাহ ৷ আগামী ১৩ মে নির্বাচন আসানসোল কেন্দ্রে ৷ তার আগে বিস্তর জলঘোলার পর এই আসনে প্রার্থী হলেন এসএস আলুওয়ালিয়া ৷ ২ মার্চ বিজেপির প্রথম প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছিল ৷ সেখানে আসানসোল থেকে ভোজপুরী গায়ক পবন সিংকে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি ৷ তবে তিনি পরদিনই সোশাল মিডিয়ায় জানান, লোকসভা নির্বাচনে লড়বেন না ৷ পরে অবশ্য তিনি ফের লোকসভা ভোটে লড়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন ৷ আসানসোলে প্রার্থী হিসেবে বঙ্গ বিজেপির আরও বেশ কিছু নাম উঠে এসেছিল ৷ তবে শেষমেশ দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রের বিদায়ী সাংসদ আলুওয়ালিয়ার উপরেই ভরসা রাখল বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷ এদিকে এসএস আলুওয়ালিয়ার কেন্দ্র দুর্গাপুর-বর্ধমানে প্রার্থী হয়েছেন বিজেপির প্রাক্তন সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ ২০১৯ সালে এই আসানসোল কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তৎকালীন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় ৷ পরে দলের মধ্যে মতানৈক্য তৈরি হয় ৷ একুশের বিধানসভা নির্বাচনের কয়েক মাস পরেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন গায়ক-নেতা বাবুল ৷ এমনকী ১৯ অক্টোবর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বাসভবনে গিয়ে নিজের পদত্যাগপত্র দিয়ে আসেন ৷ সরকারিভাবে আসানসোলের সাংসদ পদ ছেড়ে দেন ৷ পরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হন তিনি ৷এদিকে তিনি সাংসদ পদ ছেড়ে দেওয়ায় আসানসোল কেন্দ্রটি ফাঁকা হয়ে যায় ৷ ২০২২ সালের ১২ এপ্রিল সেখানে উপনির্বাচন হয় ৷ বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পলকে পরাজিত করে জয়ী হন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা ৷ এদিকে প্রবীণ রাজনীতিবিদ এসএস আলুওয়ালিয়া ২০১৯ সালের নির্বাচনে দুর্গাপুর-বর্ধমান থেকে জয়ী হয়েছিলেন ৷ আসানসোল কেন্দ্রের প্রার্থী ঘোষণা হলেও বাকি রইল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ৷ এখানে তৃণমূলের প্রার্থী দলেরই সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
Related Posts
প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, দেউচায় বিপুল কর্মসংস্থানের আশ্বাস
বিজেপির ষড়যন্ত্রে প্রায় ২৬ হাজারের চাকরি বাতিল, আর একদিকে রাজ্যে বিপুল কর্মসংস্থানের আশ্বাস তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার, বীরভূমের হাসনে দলীয় প্রার্থীর সমর্থনের সভা থেকে ১লক্ষ কর্মসংস্থানের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন, বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৬ হাজার শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেল। তাঁদের কী অপরাধ তাঁরা জানে না! […]
‘BSFএর গুলি খাব, তবু ফেরত যাব না’, প্রাণ বাঁচাতে সীমান্ত দিয়ে ভারতে আসার চেষ্টা ৬০০ বাংলাদেশী নাগরিকের
নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু বিরোধী হিংসার মধ্যে প্রাণ বাঁচাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলেন কয়েক ৬০০ শরণার্থী। বিএসএফ তাদের ভারত ভূখণ্ডে ঢুকতে বারণ করে। তার পর সেখানেই অবস্থানে বসে পড়েন শরণার্থীরা। কোনও পরিস্থিতিতেই তাঁরা আর বাংলাদেশে ফিরে যাবেন না বলে জানিয়ে দেন। এমনকী ভারতে ঢুকে তারা বিএসএফের গুলি খেতে তৈরি বলেও মন্তব্য করেন। তাঁদের অভিযোগ, তাঁদের বাড়িঘর ভেঙে […]
‘ভোট যাদের দিতে দেওয়া হয়নি’, তাদের নাম নথিভুক্ত করতে ওয়েবসাইট চালু করল শুভেন্দুর
সম্প্রতি সম্পন্ন হওয়া লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনে বেছে বেছে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও জানিয়েছিলেন, যারা ভোট দিতে পারেনি তাদের জন্য একটি পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালে ওই সমস্ত ভোটাররা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। সেই ঘোষণা মতোই পোর্টাল চালু করল বিজেপি। সোমবার রাতে […]