বাঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের বাংলা যোগ ঘিরে শুপরু রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, মমতা বন্দ্য়োপাধ্যায়ের আমলে বাংলা জেহাদিদের স্বর্গ হয়ে উঠেছে। পালটা দিয়েছে তৃণমূলও। দুই মূলচক্রীকে ‘অধিকারী গড়’ হিসেবে পরিচিত কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন্ পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক।” একইসঙ্গে রাজ্য পুলিশের হয়েও ব্যাট ধরেন কুণাল। তাঁর কথায়, “NIA-কেও মানতে হল রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেপ্তার তারা করেছে, তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ। বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত।” রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের মাস্টার মাইন্ড আবদুল মাথিন ত্বহা ও তাঁর সঙ্গী মুসাভির হুসেন শাহজেব ছদ্মবেশে তদন্তকারীদের চোখে ধুলো দিচ্ছিল বলে অভিযোগ। প্রথমে তারা নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে আত্মগোপন করেছিল। যদিও হোটেলের তরফে সে কথা স্বীকার করা হয়নি। এই গ্রেফতারির পরই রাজ্য সরকারকে নিশানা করেছেন তৃণমূল।
Related Posts
হাওড়ার কাছে মালগাড়ির ইঞ্জিনে আগুন
এবার হাওড়া লাইনের বালিটিকুড়ির কাছে একটি মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগে। তবে ঘটনার খবর রেল দফতরের আধিকারিকরা ও দমকল কর্মীরা। কীভাবে মালগাড়ির ইঞ্জিনে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। রক্ষণাবেক্ষণের কোনও সমস্যা রয়েছে কি না সেটাও দেখা হচ্ছে। সূত্রের খবর মালগাড়ির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। এরপরই ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। বালটিকুড়ি শেখ […]
‘মে আই হেল্প ইউ’ বুথ খুলছে রাজ্য সরকার, রোগী পরিষেবায় অভিনব উদ্যোগ
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পরিবার-পরিজন হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে যাতে রোগী পরিষেবায় অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ‘বুথ’ খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেইমতো কলকাতার সাতটি জায়গায় ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। জুনিয়র […]
অধীর রঞ্জন চৌধুরী ইন্ডিয়া জোটের একটা বড় গদ্দার : মমতা
কেরালায় কুস্তি, বাংলায় দোস্তি। বুধবার বহরমপুরে দাঁড়িয়ে রাজ্যে বাম-কংগ্রেস জোটকে বিঁধে একথা বলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস-বাম জোট প্রার্থী কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী এবং পাশের কেন্দ্র মুর্শিদাবাদে দাঁড়িয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী সিপিএমের মহম্মদ সেলিম। আবার কেরালায় বাম ও কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। অধীরকে প্রথমে ” গদ্দার” বলে […]