আগেই সার্ভে হয়েছিল। সার্ভে যাঁরা করেছিলেন তাঁরা মন দিয়ে করেননি। ঘূর্ণিঝড়ে যাঁদের বাড়ি ভেঙেছে সেখানে নতুন করে সার্ভে হচ্ছে। যাঁদের বাড়ি একদম ভেঙে গিয়েছে, প্রশাসন তাঁকে ২টি কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা পাবেন। ‘বাংলার বাড়ি প্রকল্পে’ যে টাকাটা দেওয়া হয়। যাঁরা ইতিমধ্যে ২০ হাজার পেয়ে গিয়েছেন, তাঁরা প্রথম কিস্তিতে আরও ৪০ পাবেন। প্রথম পর্যায়ে কাজ শেষ হলে, বাকি ৬০ হাজার পাবেন। শনিবার, ফুলবাড়ি দলীয় প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে প্রচার সভা থেকে স্পষ্ট জানালেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অর্থাৎ তিনি স্পষ্ট করে দিলেন, এটা কোনও কিছু নির্বাচনী আচরণ বিধি ভেঙে কোনও ঘোষণা নয়। ‘বাংলার বাড়ি প্রকল্পে’ এই ঘোষণা গত বছরই করা হয়েছিল। জলপাইগুড়ি-সহ বিস্তৃর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার বাড়ি ধুলিস্যাৎ। নির্বাচনী আচারণ বিধি জারি থাকায় দুর্গত মানুষকে বাড়ি তৈরি করে দিতে নির্বাচন কমিশের কাছে অনুমতি চেয়েছিল রাজ্য সরকার। কিন্তু রাজি হয়নি কমিশন। উল্টে আগের নিয়মে অল্প ক্ষতিগ্রস্তদের ৫হাজার ও বেশি ক্ষতিগ্রস্তদের ২০ হাজার টাকা দেওয়ার অনুমতি দেয় নির্বাচন কমিশন। ফলে চিন্তায় ছিলেন ক্ষতিগ্রস্ত মানুষ। “দুর্গতদের বাড়ির টাকা দেবই”। ধাপে ধাপে কীভাবে সে টাকা পৌঁছবে শুক্রবার, দিনহাটা ও আলিপুরদুয়ারে জোড়াসভা থেকেই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরে এদিন ফুলবাড়ি সভা থেকে তিনি বলেন, “অসমের উৎসবের জন্য টাকা দিয়েছ কিন্তু বাংলাকে টাকা দিতে আপত্তি কেন?“ তীব্র কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপি অভিযোগ করলে বেল আর তৃণমূল অভিযোগ করলে জেল!“ এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন, যাদের বাড়ি একদম ভেঙে গিয়েছে প্রশাসনের মাধ্যমে বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন। যাঁরা ২০ হাজার পেয়েছেন, প্রশাসন আবার ৪০ দেবে। প্রথম কিস্তির কাজ শেষ হলে, নিয়ম মতো বাকি ৬০ হাজার টাকা পাবেন। মোট ১ লক্ষ ২০ হাজার প্রশাসন পৌঁছে দেবে।“ এর জন্য নতুন করে সার্ভেও হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই ঘোষণায় আশ্বস্ত উত্তরের বিপর্যস্ত মানুষ।
Related Posts
সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী
সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার এক কিশোরী। বৃহস্পতিবার শিলিগুড়ির কাছে কাওয়াখালির ঘটনা। ধর্ষিতার বাবার অভিযোগের বিরুদ্ধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন আবার নাবালক। জানা গিয়েছে, নির্যাতিতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন যুবকের পরিচয় হয়। বৃহস্পতিবার বিকেলে তেমনই ২ যুবকের সঙ্গে ঘুরতে বেরোয় সে। কাওয়াখালি এলাকায় একটি নির্জন জায়গায় ওই কিশোরীকে […]
‘মাদক পাচারে যাঁরা অভিযুক্ত, তাঁদের বিজেপি টিকিট দিয়েছে’!
অভিষেক বলেন, ‘মাদক পাচারে যাঁরা অভিযুক্ত, বিজেপি তাঁদের টিকিট দিয়েছে। আগে প্রশ্ন করুন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে। পশ্চিমবঙ্গ পুলিশ কেস দেয়নি। কেস দিয়েছে গুয়াহাটি পুলিস। তাঁকে বারাসতে প্রার্থী করেছে। বিজেপি বিধায়ক বলছে, শান্তনু ঠাকুর হচ্ছে গাঁজাখোর। আমি বলছি না, অসীম সরকার বলছে। হরিণঘাটার বিধায়ক’।
ভূপতিনগর মাঝরাতে বাড়িতে ঢুকে মহিলাদের উপর নির্যাতন, এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের
এবার এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের। শনিবার গভীর রাতে ভূপতিনগর বিস্ফোরণের তদন্তের জন্য পৌঁছায় এনআইএ। দুই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তুলতেই এনআইএ-র গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। শনিবার ভূপতিনগর থানায় হামলার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে এনআইএ। এর মাঝেই জানা গিয়েছে যে ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে ধৃত তৃণমূল […]