মুম্বইয়ে সলমন খানের বাড়ি ‘গ্যালাক্সি’ অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পাঁচ দিন পর বাড়ির বাইরে পা রাখলেন অভিনেতা। নিরাপত্তার মড়কে ঘেরা সল্লু ভাই পাড়ি দিচ্ছেন দুবাই।
Related Posts
‘কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না’, সাফ জানিয়ে দিলেন সঞ্জয় দত্ত
সঞ্জয় দত্তের রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিলই। সেই জল্পনা উড়িয়ে দিয়েছে অভিনেতা নিজেই। এক্স হ্যান্ডেল পোস্টের মাধ্যমে জল্পনার অবসান ঘটালেন অভিনেতা নিজেই। সঞ্জয় দত্ত নিশ্চিত করেছেন যে তাঁর কোনও রাজনৈতিক দলে যোগদান বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই। তিনি জোর দিয়ে বলেন, রাজনীতিতে নামলে তিনি নিজেই ঘোষণা দেবেন। অভিনেতা পোস্টে লেখেন, ‘আমার রাজনীতির ময়দানে […]
বিধু বিনোদ চোপড়ার আগামী ছবি ‘জিরো সে রিস্টার্ট’
বিধু বিনোদ চোপড়ার আগামী ছবির নাম ‘জিরো সে রিস্টার্ট’। ‘১২ ফেল’ বিধুকে ফের অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ফলে, তাঁর পরের ছবি নিয়ে এখন থেকেই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। তিনি জানিয়েছেন, ছবির বিষয়, ‘১২ ফেল’-এর নেপথ্য যাত্রা। কীভাবে ছবিটি তৈরি হয়েছে, কতটা ঝড় সামলে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে— সব। প্রযোজক-পরিচালকের দাবি, দর্শকের ভালবাসাই আগামী ছবি তৈরির অনুপ্রেরণা। তাঁরাই […]
মাদক চক্রে গ্রেফতার অভিনেত্রী রাকুলপ্রীত সিংয়ের ভাই
বলিউড অভিনেত্রী রাকুলপ্রীত সিং-এর ভাই আমনপ্রীত সিংকে গ্রেফতার করল পুলিশ৷ নিষিদ্ধ মাদকের গ্রাহক হিসাবে আমনপ্রীতকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় রাকুলের ভাইকে নিয়ে মোট ১০ জন পুলিশের জালে ধরা পড়ছে ৷ সাইবেরাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর মধ্যে পাঁচ মাদক কারবারিও রয়েছেন ৷ তেলেঙ্গানা অ্যান্টি-নারকোটিক্স ব্যুরো এবং হায়দরাবাদের নরসিঙ্গি পুলিশের যৌথ অভিযানে […]