দুই সন্তানকে খুন করে আত্মঘাতী বাবা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার স্ত্রী। নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে নয়া দিল্লির শশী গার্ডেনে। পুলিশ সূত্রে খবর, শনিবার আবাসনের প্রতিবেশীরাই প্রথমে খবর দেন। একটি ঘর থেকে দুর্গন্ধ বের হতেই থানায় খবর দেন তাঁরা। শুক্রবার থেকে সেটি বন্ধ ছিল। শনিবার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। একটি ঘর থেকে ৯ ও ১৫ বছরের দুই ভাইবোনের মৃতদেহ উদ্ধার করে। অন্য একটি ঘর থেকে দুই সন্তানের মাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী। প্রতিবেশীরা জানিয়েছেন, শুক্রবার থেকে গৃহকর্তা নিখোঁজ ছিলেন। তাঁর খোঁজ শুরু করে পুলিশ। শনিবার রাতে আনন্দ বিহারের কাছে রেললাইনের উপর থেকে তাঁর মৃতদেহ পাওয়া যায়। পুলিশের অনুমান, দুই সন্তানকে শ্বাসরোধ করে খুনের পর, স্ত্রীকেও মারতে চেয়েছিলেন যুবক। এরপর পালিয়ে গিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
Related Posts
ভারতীয় সেনার প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী
ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার নয়া সেনাপ্রধানের নাম ঘোষণা করে কেন্দ্র। ৩০ জুন থেকে ভারতের সেনাপ্রধান পদে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। ওইদিনই জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। লোকসভা নির্বাচনের কারণে বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডের কার্যকালের মেয়াদ এক মাস বাড়িয়ে দেওয়া হয়েছিল। ভোট মিটতেই পরবর্তী সেনাপ্রধানের নাম ঘোষণা করল […]
বিদেশ থেকে অবতরণের পরেই বেঙ্গালুরু বিমানবন্দরে থেকেই গ্রেফতার যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রজ্জ্বল রেভান্না
যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেডিএস-এর সাসপেন্ড হওয়া সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতার করল পুলিশ ৷ বিদেশ থেকে অবতরণের পরেই বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার করা হয় তাঁকে ৷ পুলিশ সূত্রে খবর, এরপর মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হবে বলে ৷ মেডিক্য়াল পরীক্ষার পর তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর রেভান্নাকে গ্রেফতার করে […]
রাম মন্দিরের ছাদ বেয়ে গর্ভগৃহে ঢুকছে জল! দাবি খারিজ ট্রাস্ট কর্তৃপক্ষের
গত জানুয়ারি মাসেই অযোধ্যার রামমন্দিরের গর্ভগৃহে দাঁড়িয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কয়েক মাস যেতে না যেতেই অভিযোগ উঠেছে, রাম মন্দিরের ছাদ ছুঁয়ে নাকি জল পড়ছে। রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস নিজে এই অভিযোগ করেছিলেন। এরই মাঝে আবার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দাবি করা হয়েছিল, রামমন্দিরের গর্ভগৃহ […]