দিল্লিতে ২ সন্তানকে খুন, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বাবা

দুই সন্তানকে খুন করে আত্মঘাতী বাবা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার স্ত্রী। নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে নয়া দিল্লির শশী গার্ডেনে। পুলিশ সূত্রে খবর, শনিবার আবাসনের প্রতিবেশীরাই প্রথমে খবর দেন। একটি ঘর থেকে দুর্গন্ধ বের হতেই থানায় খবর দেন তাঁরা। শুক্রবার থেকে সেটি বন্ধ ছিল। শনিবার ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। একটি ঘর থেকে ৯ ও ১৫ বছরের দুই ভাইবোনের মৃতদেহ উদ্ধার করে। অন্য একটি ঘর থেকে দুই সন্তানের মাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুণী। প্রতিবেশীরা জানিয়েছেন, শুক্রবার থেকে গৃহকর্তা নিখোঁজ ছিলেন। তাঁর খোঁজ শুরু করে পুলিশ। শনিবার রাতে আনন্দ বিহারের কাছে রেললাইনের উপর থেকে তাঁর মৃতদেহ পাওয়া যায়। পুলিশের অনুমান, দুই সন্তানকে শ্বাসরোধ করে খুনের পর, স্ত্রীকেও মারতে চেয়েছিলেন যুবক। এরপর পালিয়ে গিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

error: Content is protected !!