বিজেপির মণ্ডল সভাপতি ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ। অভিযোগের তির রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় সোমবার সকাল থেকেই বনধের সমর্থনে ময়দানে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা। প্রথমে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। যার ফলে জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে মাটিগাড়া থানার সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। যদিও বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জোর করে বাটি করা এলাকার দোকানপাট বন্ধ করানোর।গতকালই প্রতিবাদে মাঝরাতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মী-সমর্থকদের। পাশাপাশি আজ ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয় বিজেপির তরফে। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়েও। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
Related Posts
প্রধানমন্ত্রী মোদির সভার পরেই খড়গপুরে ৩৫ লক্ষ টাকা সহ আটক বিজেপি নেতা
ভোটের মুখে লাখ লাখ টাকা উদ্ধার খড়গপুরে। খড়গপুরের একটি অভিজাত হোটেল থেকে উদ্ধার প্রায় ৩৫ লাখ টাকা। ওই হোটেলে এক বিজেপি নেতার কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সভার পরেই এই টাকা উদ্ধারের ঘটনা। ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। এমনকি, ওই নেতাকে প্রধানমন্ত্রীর সভামঞ্চে দেখা গিয়েছে বলেও দাবি তৃণমূলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা করে […]
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পুলিশের নাকা চেকিংয়ের সময় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা
ভোটের ঠিক আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ফের সরগরম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা এলাকা ৷ বিজেপি নেতার নাম প্রশান্ত বেরা। আটক করা হয়েছে তাঁকে। ওই গাড়িতে নরেন্দ্র মোদি ও বিজেপির প্রতীক সম্বলিত টি-শার্টও নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খুকুরদা নাকা পোস্টে তল্লাশির সময় স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত বেরার […]
মালদায় প্রচারে নামার সময় দেবের হেলিকপ্টারে আগুন
শুক্রবার মালদায় দেবের হেলিকপ্টারে লাগলো আগুন। মাঝআকাশে আগুন লাগায় ভয় পেয়ে যান দেব সহ তাঁর সঙ্গে উপস্থিত টিম। বড় বিপর্যয় এড়ানো গেছে বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল। জানা গিয়েছে, মালদায় হেলিপ্যাড থেকে ওড়ার পরই আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায় চপারে। প্রয়োজন বুঝে তৎক্ষণাৎ মালদহ হেলিপ্যাডেই জরুরী অবতরণ […]