বৃহস্পতিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোড এলাকায়। একটি টোটো গাড়িকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি লরি। মুহুর্তের মধ্যে লরিটি পিষে দেয় টোটো সমেত যাত্রীদের। ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩। গুরুতর আহত এক মহিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনায় দিল্লি রোড অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকে উত্তেজিত জনতা। শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল টোটোটি। পিছন থেকে একটি লরি সজোরে গিয়ে ধাক্কা মারে। ধাক্কা মেরে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে পিষে দেয়। উত্তেজিত জনতা ঘাতক লরি-সহ আরও বেশ কয়েকটি লরিতে ভাঙচুর চালায়। দিল্লি রোড অবরুদ্ধ হয়ে পরে। পুলিশ গেলে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা। বেপরোয়া লরি চালানোর ফলে এই দূর্ঘটনা বলে অভিযোগ। টোটোয় থাকা এক যাত্রীকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি মৃতদেহ গাড়িতে তুলে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির মধ্যে ছিলেন চালক সমেত মোট পাঁচজন। সেখানে ছিলেন এক চিকিৎসক ঋষিকেশ সিং ও তাঁর গোটা পরিবার। চিকিৎসক শ্রীরামপুর বঙ্গিহাটির ভূষণ স্টিলের চিকিৎসক। পরিবার সমেত টোটো ধরে কোন্নগরের দিকে যাচ্ছিলেন। কোন্নগর ১০ নম্বর ওয়ার্ডে তাঁদের বাড়ি। সঙ্গে ছিল স্ত্রী লক্ষী সিং ও দুই মেয়ে, ঋতিকা সিং ও নিধি সিং। টোটো চালক শেখ হাসমত আলি। ঘটনার পর পুলিশ তিনজনের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করেছে।
Related Posts
ভয়াবহ দুর্ঘটনা! পুলিশি তৎপরতায় প্রাণ বাঁচল জুনিয়ার ডাক্তার সহ পরিবারের
আরজি কর-কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন সর্বস্তরের মানুষ। সংগঠিত হচ্ছে প্রতিবাদ মিছিল। চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় যারা দোষী তাদের শাস্তির দাবিতে আন্দোলনরত রয়েছেন জুনিয়ার ডাক্তাররা। আন্দোলন থেকেও মাঝেমধ্যে উঠছে পুলিশের বিরুদ্ধে স্লোগান। আর এর মধ্যেই জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া জুনিয়র চিকিৎসক এবং তাঁর পরিবারকে অতি তৎপরতার সঙ্গে উদ্ধার করে […]
রবিবার রাজ্যে মোদির জোড়া জনসভা, দলে অন্তর্দ্বন্দ্ব সামলাতে হিমসিম খাচ্ছে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
হুগলির চুঁচুড়ায় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনসভার আগে হুগলির সাংগঠনিক জেলার পার্টি অফিসে জেলা নেতৃত্বদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় দলের কর্মী-সমর্থকরা ৷ সেই ঝামেলা থামানোর জন্য ময়দানে নামতে হয় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ৷ এনিয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন তৃণমূলের বিধায়ক অসীমা পাত্র ৷ বিজেপি সূত্রে খবর, চুঁচুড়ায় হুগলি সাংগঠনিক জেলা অফিসে বুথস্তরের […]
দিঘায় মহিলার উপর দিয়ে চলে গেল স্পিডবোট, অল্পের জন্য প্রাণ রক্ষা
দিঘায় ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনা। মহিলা পর্যটকের উপর দিয়ে চলে গেল স্পিডবোট। অল্পের জন্য প্রাণে রক্ষা। তবে গুরুতর আহত ওই পর্যটক মহিলা। জানা গিয়েছে, আহত ওই মহিলা পর্যটকের নাম ইয়াসমিনা খাতুন খাসখামার। বয়স ৩২ বছর। তার বাড়ি বাউড়িয়ায়। পরিবারের সঙ্গে রবিবারই নববর্ষে দিঘায় বেড়াতে আসেন। এরপর এদিন স্পিডবোটে ওঠেন। তখনই দুর্ঘটনা।